Skip to content

পশ্চিমবঙ্গ রূপশ্রী প্রকল্প 2024 – ডকুমেন্টস, আবেদনের ফর্ম

পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প চালু করেছে যার নাম রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের সাহায্যে পশ্চিমবঙ্গের সমস্ত ১৮ বছর ঊর্ধ্বে মেয়েদের পরিবারকে আর্থিক সাহায্য করবে সরকার তার বিবাহের জন্য।

এই স্কিমটি ২০২১ সালে পশ্চিমবঙ্গে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের জন্য চালু করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে যে এই প্রকল্পটি একটি প্রণোদনা হিসাবে কাজ করবে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করবে।

এই প্রকল্পের অধীনে, পশ্চিমবঙ্গে যে সমস্ত মেয়েদের বিয়ে হতে চলেছে তাদের পরিবার এককালীন ২৫০০০ টাকা আর্থিক সহায়তা পাবে সরকারের থেকে।

এই আর্টিকেলটিতে, আপনি রূপশ্রী প্রকল্প সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,

  1. রূপশ্রী প্রকল্পর ব্যাপারে
  2. কারা রূপশ্রী প্রকল্পে যোগ্য
  3. প্রকল্পের সুযোগ-সুবিধা
  4. কিভাবে আবেদন করবেন
    1. অ্যাপ্লিকেশন ফর্ম
    2. কি কি ডকুমেন্টস লাগবে
  5. অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

রূপশ্রী প্রকল্প কি

প্রকল্পের নামপশ্চিমবঙ্গে রূপশ্রী
চালু করেছেনপশ্চিমবঙ্গ সরকার
প্রকল্পের Objective ১৮ বছর ঊর্ধ্বে কন্যাদের আর্থিক সহায়তা করা হবে তাদের বিবাহের সময়
কারা ল্যাব পাবেনপশ্চিমবঙ্গের বিবাহযোগ্য মেয়েরা
Official Websitewbrupashree.gov.in/
আবেদন এর ফর্মDownload Here

রূপশ্রী প্রকল্পের যোগ্যতা

পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের এর আবেদন করার জন্য নিচে দেওয়া নির্ণায়ক গুলো পূরণ করতে হবে:

  1. কন্যার বয়স কমপক্ষে ১৮ বছর হতেই হবে।
  2. কন্যা অবিবাহিত হতে হবে।
  3. পাত্রকে কমপক্ষে ২১ বছর বয়সী হতেই হবে।
  4. পরিবারের আয় বার্ষিক ২.৫ লাখের বেশি হওয়া চলবে না।
  5. এই বিবাহ কন্যার প্রথম বিবাহ হতে হবে।
  6. কন্যার কোনো নিম্নতম শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য নয়।

রূপশ্রী প্রকল্পের সুবিধা

পশ্চিমবঙ্গ বাসিন্দারা যারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবে তারা যে আর্থিক সুযোগ সুবিধাটি পাবেন সেগুলি হলো,

  1. তারা শুধু একবার তাদের কন্যার বিয়ের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন।
  2. কন্যার ব্যাংক একাউন্টে সরাসরি পৌঁছে যাবে সেই টাকা।

রূপশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন

পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্প আবেদন করার জন্য প্রথমে আপনাকে সরকারি কোন অফিস থেকে অ্যাপ্লিকেশন ফর্ম টি সংগ্রহ করতে হবে বা আপনি এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

তারপর আপনি ফরমটি সঠিকভাবে ভরে অন্যান্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যা ফর্মে চেয়েছে তা দিয়ে সেই অফিসে জমা করে দিতে পারেন। আপনাকে এই রূপশ্রী প্রকল্পের জন্য বিয়ের ৩০-৬০ দিন আগে আবেদন করতে হবে।

এছাড়াও আপনি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত দুয়ারে সরকার ক্যাম্পের আবেদন পত্র নিতে পারেন ও জমা করতে পারেন।

রূপশ্রী প্রকল্পে আবেদন করার ফর্ম

রূপশ্রী প্রকল্পের আবেদন পত্র সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই সকল সরকারি অফিসগুলোতে।

  1. গ্রামের কোন অঞ্চলে আপনি বসবাস করলে আপনাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে ফর্মটি নিতে হবে।
  2. আপনি যদি কোনো পৌর এলাকাতে বসবাস করেন তবে আপনি ফর্ম টি পাবেন সাব ডিভিশন অফিসারের কাছ থেকে।
  3. আপনি যদি কর্পোরেশনের স্থানীয় বাসিন্দা হন তাহলে আপনি আবেদনপত্র পাবেন কমিশনের কাছ থেকে।

আপনি পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্প টি নিচের বোতামে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।

রূপশ্রী প্রকল্পে আবেদন করতে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে

পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, সেগুলি হলো,

  1. মেয়ের জন্মের পরিচয় পত্র।
  2. পাত্রের বয়সের প্রমাণপত্র।
  3. বিয়ের নিমন্ত্রণ পত্র (যদি থাকে)
  4. বিবাহের জন্য একটি সেলফ ডিক্লারেশন।
  5. যে কোন পরিচয় পত্র।
  6. ব্যাংক একাউন্ট এর সম্পূর্ণ তথ্য।
  7. পারিবারিক আয় এর প্রমান।

রূপশ্রী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন

রূপশ্রী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করার পেজটি

রূপশ্রী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য,

  1. প্রথমে, রূপশ্রী প্রকল্প অফিশিয়াল সাইটে (wbrupashree.gov.in) যান।
  2. এরপর, “Track Application” বিকল্পটিতে ক্লিক করুন।
  3. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  4. এরপর, আপনার application ID এবং Applicant Year এন্টার করে দিন।
  5. এরপর, “Submit” বোতামটিতে ক্লিক করুন।

আপনার রূপশ্রী প্রকল্পের আবেদনের স্ট্যাটাসটি স্ক্রিনে দেখতে পাবেন।

এফ.এ.কিউ

রূপশ্রী প্রকল্পে কত পরিমান আর্থিক সাহায্য দেওয়া হয়?

পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে ২৫০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় কন্যার বিয়ের সময়।

রূপশ্রী প্রকল্প কি দ্বিতীয় বিবাহে প্রযোজ্য?

রূপশ্রী প্রকল্প দ্বিতীয় বিবাহে প্রযোজ্য নয়। এটি কেবল মাত্র প্রথম বিবাহের্ জন্য।


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন