Skip to content

মোট ১১ টি শূন্যপদে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশের

পশ্চিমবঙ্গ পুলিশ মোট ১১ টি শূন্যপদে সফটওয়্যার ডেভলপার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, ডাটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ১১

  • সফটওয়্যার ডেভলপার:- ০২ পদ
  • সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল:- ০৪ পদ
  • ডাটা এন্ট্রি অপারেটর:- ০৪ পদ
  • সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর:- ০১ পদ

কর্মস্থান:– পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর

আবেদন পদ্ধতি:- ডাকযোগের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন পত্র পাঠাতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:-আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনুসারে কোন স্বনামধন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, পোস্ট গ্রাজুয়েট, অথবা ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

পদ ভিত্তিক বিশদ শিক্ষাগত যোগ্যতা জানার জন্য নিম্নে প্রদত্ত বিশদ বিজ্ঞাপনে চোখ রাখুন।

মাসিক বেতন:- ₹১৩,০০০-₹২৭,০০০/-

বয়স সীমা:২১-৪৫ বছর (২৮/০১/২০২১ অনুসারে)

নির্বাচন পদ্ধতি:-  যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা/প্র্যাকটিক্যাল/ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সঠিক তারিখ, স্থান এবং সময় আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে, অথবা সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহযোগে আবেদন পত্র পাঠাতে পারেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- স্পেশাল টাস্কফোর্স, পশ্চিমবঙ্গ, উদয়াচল ট্যুরিজম প্রপার্টি (তৃতীয় তলা), প্লট নম্বর:-৩, DG-ব্লক, সেক্টর-II, সল্টলেক, কলকাতা-৯১

অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.policewb.gov.in

ডাকযোগে আবেদনের সর্বশেষ তারিখ:- ২৮/০১/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ পুলিশ-এর অফিশিয়াল ওয়েবসাইটে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন