Skip to content
wb lockdown extended

এই তারিক অব্দি বাড়লো পশ্চিমবঙ্গে লোকদাউন এর মেয়াদ

করোনা পরিস্থিতি রাজ্যে রীতি মতো জটিল হচ্ছে এই মুহূর্তে। ফলে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে বাড়ালো লকডাউন এর সময় সীমা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় জানিয়েছেন যে নবান্নের সভাঘরে অনুষ্ঠিত হয়েছিল সর্বদল বৈঠক। সেই বৈঠকে একত্রিত হয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সর্বদলীয় প্রতিনধিরা এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্যই হয়েছেন কারণ রাজ্জ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকছে প্রতিদিন।

তবে যেই বিভাগ গুলি যে ছাড় দেওয়া ছিল সেগুলি তেমন থাকবে। লকডাউন এর মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে উল্লেখযোগ্য যে, মাননীয়া মুখ্যমন্ত্রী ৩০ জুন অবধি লকদউন ঘোষণা করেছিলেন।

কিন্তু তার মধ্যে রাজ্যের বেসরকারি অফিসে, ধর্মীয় প্রতিষ্ঠান ও শপিং মল সব কিছুই সাধারণ এর মতোই শুরু করার অনুমতি দিয়েছিলেন তিনি। তবে মেট্রো পরিষেবা বন্ধ করে রেখেছিলেন, করোনা সংক্রমণ এর কথা মাথায় রেখে।

সভায় কয়েকজন দল প্রতিনিধি পরিবহন ব্যবস্থার নানা সমস্যা পেশ করেছেন ও সরকার তার সমাধানের ব্যবস্থাও খোঁজার চেষ্টা করেছেন।

অনেকের এই লকদউন নিয়ে অনেক মতামত ছিল, কেউ বলেছেন লকডাউন আরো কড়া হোক ও কেউ প্রশ্ন তুলেছিল যে কেন চারদিনের মাথায় প্রথম লকডাউন করা হয়েছিল।

সব কিছু শুনে ও বুঝে এরপর দল প্রতিনিধিরা সকলে এক মত হয়ে ৩১ জুলাই অবধি লকডাউন বাড়ানোর সিদ্ধান্তে এসেছেন।

৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ালেও, সমস্ত স্কুল ,কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ থাকবে।

তবে আগের উচ্চমাধ্যমিক এর সমস্ত বাকি রয়ে যাওয়া পরীক্ষা আগের নির্ধারিত সময় এই নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন মনে করেন, তবে তা আগে থেকে জানান দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

আরো লেটেস্ট খবর পড়ুন