পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে চলেছে যার নাম লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গ সরকার কম আয় সম্পন্ন পরিবারের গৃহস্ত মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করবে।
জেনারেল ক্যাটাগরির পরিবারদের মাসে ৫০০ টাকা ও SC/ST ক্যাটাগরির পরিবারদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের দ্বারা।
এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন এই নতুন লক্ষীর ভান্ডার প্রকল্পে ব্যাপারে:
- কি এই লক্ষীর ভান্ডার প্রকল্প
- যোগ্যতা
- আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে
- এই প্রকল্পের সুবিধা
- আবেদন করার ফর্ম
- কিভাবে আবেদন করবেন
তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক…
লক্ষীর ভান্ডার প্রকল্প কি
Point | Details |
---|---|
প্রকল্পের নাম | লক্ষীর ভান্ডার প্রকল্প |
কার দ্বারা চালু | পশ্চিমবঙ্গ সরকার |
Beneficiary | পরিবারের প্রধান মহিলা/পশ্চিমবঙ্গের বাসিন্দা |
Budget | Rs. ১২৯০০ কোটি |
কতজন এর সুবিধা পাবে | ১.৬ কোটি |
Objective | আর্থিক সাহায্য |
Mode of Application | Online/Offline |
Year of Launch | ২০২১ |
Official Website | শিগ্রহি চালু হবে |
এপ্লিকেশন ফর্ম | Download করুন |
পশ্চিমবঙ্গ সরকার যেটি জানিয়েছেন, এই লক্ষীর ভান্ডার প্রকল্প এক ধরনের আর্থিক সাহায্য বা মাসিক আয় করার প্রকল্প যা একটি পরিবারের প্রধান মহিলা পেয়ে থাকবেন।
এই প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকার নিম্ন আয় সম্পন্ন সাধারণ ক্যাটাগরি পরিবারকে ৫০০ টাকা মাসে ও SC/ST ক্যাটাগরি পরিবারদের মাসে ১০০০ টাকা করে দেবে।
লক্ষীর ভান্ডার প্র্রকল্পে আবেদন করার যোগ্যতা
পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য:
- আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- আপনার পরিবারে কর দেয় এমন কেউ থাকা চলবে না।
- আপনার পরিবারের দুই বিঘা বেশি জমি থাকা চলবে না।
- খালি মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার ডকুমেন্টস
এই প্রকল্প আবেদন করতে আপনার যা যা ডকুমেন্টস লাগবে সেগুলি হল:
- আধার কার্ড
- স্বাস্থসাথী কার্ড
- কাস্ট সার্টিফিকেট
- রেশন কার্ড
- বাড়ির ঠিকানার প্রমাণ
- বয়সের প্রমাণ
- ব্যাঙ্ক ডিটেলস
- পাসপোর্ট সাইজ ফটো
- মোবাইল নম্বর
পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা
পশ্চিমবঙ্গের নতুন লক্ষীর ভান্ডার প্রকল্পের কিছু সুবিধা গুলি হল:
- আর্থিক সাহায্য
- পরিবারের মহিলারা এই প্রকল্পের লাভ নিতে পারবে
- এই প্রকল্পের জন্য ১২৯০০ কোটি টাকা বাজেট রাখা হয়েছে।
- ১.৬ কোটি পরিবার এই প্রকল্প থেকে লাভ পাবে বলে মনে করা হচ্ছে।
- এই প্রকল্পে গ্রাম ও শহরের অর্থনীতির বিকাশ হবে
আবেদন করার ফর্ম
লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য ফর্ম নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন।
ফরমটি PDF ফরমেটে দেওয়া আছে।
লক্ষী ভান্ডার প্রকল্প কিভাবে আবেদন করবেন
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য খুব শীঘ্রই একটি অফিশিয়াল ওয়েবসাইট নিয়ে আসতে চলেছেন যেখান থেকে আপনি এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
এছাড়াও অফলাইনে আবেদন করার ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম পশ্চিমবঙ্গ সরকার এর “দুয়ারে সরকার” ক্যাম্পে জমা করতে হবে।
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা করে থাকলে তার স্টেটাস জানার পদ্ধতি জানতে নিচে দেওয়া আর্টিকেলটি পড়তে পারেন।
লক্ষীর ভান্ডার প্রকল্পের স্টেটাস জানার পদ্ধতি জানতে ক্লিক করুন
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং – SSKM, PG, NRS