Skip to content

রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকলে ডুপ্লিকেট রেশন কার্ড পাওয়ার পদ্ধতি

আপনার রেশন কার্ড যদি কোন প্রকার ক্ষতি হয়ে থাকে অথবা হারিয়ে গিয়ে থাকে তবে আপনি পুনরায় অনলাইন রেশন কার্ডের জন্য এপ্লাই করতে পারেন।

ডুবলিকেট রেশন কার্ড অনলাইন বানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক সুবিধা করে দিয়েছে।

এই আর্টিকেলটি পড়ে আপনি অনলাইন ডুপলিকেট রেশন কার্ড আবেদন করার পদ্ধতি জানতে পারবেন।

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

ডুপ্লিকেট রেশন কার্ডের আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

প্রথমত অনলাইন ডুপ্লিকেট রেশন কার্ড আবেদন করার জন্য পুলিশের ডায়েরি (অর্থাৎ যেখানে জানানো হয়েছে আপনার কার্ডটি হারিয়ে গেছে) সেটি জোগাড় করতে হবে।

অনলাইনে ডুপ্লিকেট রেশন কার্ডের আবেদন করার পদ্ধতি

অনলাইনের মাধ্যমে ডুপ্লিকেট রেশন কার্ড এর আবেদন করার পদ্ধতিটি নিচে দেওয়া রইলো:

প্রথম ধাপ: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান

‘Apply for Duplicate Ration Card (Form 9)’ বিকল্প
  1. প্রথমত আপনি ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইট এ যাবেন।
  2. তারপর আপনি আপনার স্ক্রিনের বাঁদিকে রেশন কার্ড অপশনটিতে ক্লিক করতে পারেন।
  3. তারপর ‘এপ্লাই অনলাইন’ অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করুন “Apply for ডুপ্লিকেট রেশন কার্ড” অপশনটি।
  4. আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।

আপনি যদি এই পদ্ধতিটি মোবাইল দ্বারা করে থাকেন তবে প্রথমে সার্ভিসেস এন্ড সিটিজেন কর্নার এ ক্লিক করুন তারপর ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিস এই অপশনটিতে ক্লিক করুন।

তারপর ক্লিক করুন “Apply for ডুপ্লিকেট রেশন কার্ড” অপশনটিতে। আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।

পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড ফেসিলিটি উপভোগ করার জন্য প্রথমত আপনাকে আপনার রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করাতে হবে।

এই লিংকটিতে ক্লিক করুন আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড অনলাইন লিঙ্ক করানোর জন্য

দ্বিতীয়ত ধাপ: আপনি ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করুন

  1. আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আপনার রেশন কার্ডের সাথে লিংক করানো আছে।
  2. তারপর আপনি ‘গেট ওটিপি’ অপশনটিতে ক্লিক করুন এবং আপনি আপনার রেজিস্টারড মোবাইল নাম্বারে ওটিপি পাবেন।
  3. নির্দিষ্ট জায়গায় ওটিপি দিয়ে ‘প্রসিড’ অপশনটিতে ক্লিক করুন।
  4. পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন রেশন কার্ড পোর্টালটি আপনার স্ক্রিনে খুলে যাবে।

যদি আপনার রেশন কার্ড এর সাথে কোন নম্বরটি যোগ করা আছে না জেনে থাকেন, তাহলে নিচে দেওয়া আর্টিকেল টি পড়তে পারেন।

রেশন কার্ড এর সাথে কোন নম্বর যুক্ত আছে জানার পদ্ধতি জানতে ক্লিক করুন

তৃতীয় ধাপ: ফর্ম ৯ ফিলাপ করার পদ্ধতি

  1. ফর্ম ৯ সেকশন এ আসুন ও “Apply Now” অপশন টি ক্লিক করুন।
  2. আপনার সামনে একটি পেজ খুলে যাবে যেখানে আপনার পরিবারের সদস্য ও তাদের রেশন কার্ড নাম্বার এর তালিকা নথিভুক্ত করা থাকবে।
  3. এরপর সেই সদস্যের নামের পাশে ক্লিক করুন যার ডুবলিকেট রেশন কার্ড আপনি পেতে চান।
  4. আপনি যদি পরিবারের সব সদস্যদের রেশন কার্ড পেতে চান তাহলে “Select All” অপশনটিতে ক্লিক করুন।
  5. এরপর নেক্সট ক্লিক করাতে একটি নতুন পেজ খুলে যাবে।
  6. এই পেজটিতে আপনি কার ডুপ্লিকেট রেশন কার্ড পেতে চান তার নাম দেওয়া থাকবে। নামটি ভেরিফাই করে নেবেন ও তার সাথে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট (হারিয়ে গেলে পুলিশ ডায়েরি) দিয়ে দেবেন।
  7. এরপর “Its Okay” চেক বক্সের পাশে ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন “Proceed”।

চতুর্থ ধাপ: ফ্রম ৯ সাবমিট করার পদ্ধতি

  1. আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাওয়াতে আপনি ‘আই সার্টিফাই’ চেক বক্স টি তে ক্লিক করবেন এবং তারপরে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন।
  2. ওটিপি পাওয়ার পর নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন এবং ওটিপি অপশনটিতে ক্লিক করবেন।
  3. এই পদ্ধতিটি শেষ করার পরে আপনার কাছে একটি সাকসেস নোটিশ আসবে।
  4. আপনার ফর্মটি সফলভাবে জমা পড়েছে এটাই তার প্রমান হিসেবে থাকবে আপনার কাছে।

উপরে দেওয়া পদ্ধতির দ্বারা আপনি ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ও ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডুপলিকেট রেশন কার্ডের অনলাইনে আবেদন করতে পারবেন।

এরপর আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন।

লগইন করা ছাড়াও অপর একটি অপশন আছে যার দ্বারা আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন এর স্ট্যাটাস চেক করতে পারবেন। সেইটি জানার জন্য আপনি নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

এই লিংকটিতে ক্লিক করুন আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন