Skip to content

পশ্চিমবঙ্গ বিধবা ভাতা ২০২৩ – স্টেটাস, আবেদন পত্র, যোগ্যতা

পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে পশ্চিমবাংলার সমস্ত বরিষ্ঠ নাগরিক দের একটি মাসিক ভাতা দেওয়ার হয়ে থাকে।

এই পেনশন স্কিমটি কে বলা হয় বিধবা ভাতা অথবা উইডও সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। এই পেনশন পরিকল্পনাটি সমস্ত বিধবা নাগরিক এর ক্ষেত্রে প্রযোজ্য যে কোন কাস্ট নির্বিশেষে।

বিধবা পেনশন স্কিম সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম এর একটি অংশ যা পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ওম্যান, চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার দ্বারা ইসু হয়।

এই ভাতাটি ছাড়াও ডিপার্টমেন্ট অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার আরো দুটি পেনশন স্কিম বার করেছে যার নাম প্রতিবন্ধী ভাতা (যাদের প্রতিদ্বন্দ্বীকতা আছে) এবং বার্ধক্য ভাতা (বরিস্ট নাগরিকদের জন্য)।

এই আর্টিকেল এ আজকে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গের বিধবা ভাতা পেনশন স্কিম ২০২১ এর সমস্ত বিস্তারিত তথ্য।

এই আর্টিকেলটি মধ্যে থাকছে,

এবার তাহলে চলুন প্রত্যেকটি পয়েন্ট দেখে নি।

বিধবা ভাতা পেনশন স্কিম ওয়েস্টবেঙ্গল ২০২১ কি

প্রকল্পের নামবিধবা ভাতা বা পেনশন স্কিম
চালু করেছেপশ্চিমবঙ্গ সরকার
কবে চালু হয়েছে২০১০
কাদের জন্যপশ্চিমবঙ্গের বিধবা নাগরিক দের উদ্দেশ্যে
Official Websitehttps://wbswpension.gov.in/

পশ্চিমবঙ্গ সরকার সমস্ত বিধবা নাগরিকদের আর্থিক সাহায্য করবে বলে এই উদ্যোগ নেওয়া হয়।

এটি একটি মাসিক পেনশন স্কিম যা সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম একটি অংশ। এই স্কিম ২০১০ সালে পরিকল্পিত হয়েছিল।

বহু বিধবা নাগরিক পশ্চিমবঙ্গ সরকারের এই পরিকল্পনা দ্বারা উপকৃত হয়।

বিধবা ভাতা পেনশন স্কিম পশ্চিমবঙ্গ ২০২১ – আবেদন করার যোগ্যতা

যেসব নাগরিকরা এই পেনশন ভাতা টির আবেদন করতে চান তাদের নিম্নলিখিত নির্ণায়ক গুলি পূরণ করতে হবে।

  1. বেক্তির সাথে অন্য কারোর কোন সম্পর্ক থাকা যাবে না যে তার কোন রূপ খরচা চালান।
  2. বেক্তির পারিবারিক মাসিক আয় ১০০০ টাকার বেশি হওয়া যাবে না।
  3. নাগরিক কে কম পক্ষে ১০ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  4. নাগরিকের অন্যান্য কোন সরকারি স্কিমের আওতায় থাকা যাবেনা।

বিধবা ভাতা পেনশন ২০২১ কিভাবে আবেদন করবেন

এই স্কিম আবেদন করার জন্য আপনাকে ফর্ম – P অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং তার সাথে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে জমা করতে হবে।

এই ফরমটি অ্যাড্রেস করতে হবে,

  1. আপনার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার কে জমা দিতে হবে। অথবা আপনি আপনার পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার কে ও জমা করতে পারেন যদি আপনার বাসস্থান কোন পঞ্চায়েত/ গ্রাম এলাকায় হয়।
  2. আপনার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে এবং সাব ডিভিশনাল অফিসার কে জমা করতে হবে যদি আবেদনকারী কলকাতা মুনিসিপাল করপরেশন বাইরের কোনো মুনিসিপাল স্থানে বাস করে।
  3. কন্ট্রোলার vagrancy অফ ওয়েস্ট বেঙ্গল এবং জমা করতে হবে কন্ট্রোলার vagrancy কেই, যদি আবেদনকারী কলকাতা মুনিসিপাল করপরেশন এ বাসস্থান হয়।

অ্যাপ্লিকেশন ফর্ম – বিধবা ভাতা পেনশন স্কিম পশ্চিমবঙ্গ ২০২১

এই ফরমটি নিচে দেওয়া ঠিকানা থেকে পেতে পারবেন।

  1. ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস থেকে অথবা আপনার পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে যদি আপনার বাসস্থান কোন পঞ্চায়েত বা গ্রাম্য এলাকায় হয়ে থাকে।
  2. এছাড়া আপনি এই ফরমটি সাব ডিভিশনাল অফিসার এর অফিস থেকে পাবেন যদি আপনি কলকাতা মুনিসিপাল করপরেশন এর বাইরের কোন মুনিসিপাল অঞ্চলে বাস করেন।
  3. আপনার যদি কলকাতা মুনিসিপাল করপরেশন এরিয়া তে বাসস্থান হয় তাহলে আপনাকে এই ফর্ম কন্ট্রোলার অফ vagrancy অফিস থেকে পাবেন যা অবস্থিত পশ্চিমবঙ্গের পূর্ত ভবন বিধান নগর কলকাতা 700091।

বিধবা ভাতা অ্যাপ্লিকেশন ফর্ম নিচে দেওয়া বোতামে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস – বিধবা ভাতা পেনশন স্কিম পশ্চিমবঙ্গ ২০২১

এই বিধবা পেনশন ভাতাটিতে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। সেগুলি হলো-

  1. একটি আধার কার্ডের কপি যেখানে আপনার নিজস্ব একটি সই থাকবে
  2. একটি ভোটার আইডি কার্ডের কপি
  3. একটি রেশন কার্ডের কপি
  4. আপনার ইনকাম সার্টিফিকেটের কপি
  5. স্বামীর ডেথ সার্টিফিকেট
  6. আপনার ব্যাঙ্ক পাসবুক এর একটি কপি
  7. আরেকটি নমিনেশন ফর্ম

বিধবা ভাতা পেনশন স্কিম পশ্চিমবঙ্গ ২০২১ এর সুযোগ সুবিধা

এই বিধবা ভাতা পেনশন ২০২১ এর সাহায্যে আপনি পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্ট অফ ওম্যান চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার এর তরফ থেকে মাসিক ১০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন।

এফ.এ.কিউ

পশ্চিমবঙ্গ বিধবা ভাতা মাসিক না বার্ষিক হিসাবে দেওয়া হয়?

পশ্চিমবঙ্গ বিধবা ভাতার জন্য যোগ্য হলে আপনি মাসিক ১০০০ টাকা বা ১২০০০ টাকা বছরে পাবেন।


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন