Skip to content

দুর্গাপুরে ৩ দিনের জন্য জল সরবরাহ ব্যহত

দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগম রবিবার ঘোষণা করেছে যে, সোমবার, মঙ্গলবার ও বুধবার দুর্গাপুর ব্যারেজ থেকে জল সরবরাহ সীমাবদ্ধ থাকবে।

দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মাইকিং করে এই ঘোষণা করা হয়েছিল নগর নিগম এর পক্ষ থেকে।

তারা জানিয়েছেন যে এই ৩ দিনের জন্য কেবল ১বার সকালে অথবা বিকেলে দুর্গাপুর স্টিল টাউনশিপ এবং দুর্গাপুরের অন্যান্য অংশে জল সরবরাহ করা হবে।

দুর্গাপুর ব্যারাজ থেকে দুর্গাপুরের বিভিন্ন স্থানে সাধারণত দিনে দুবার জল সরবরাহ করা হয়।

পূর্বে, সেচ বিভাগের মেরামত করা দুটি লক গেট প্রতিস্থাপনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই কারণে ৮ ই মার্চ এবং ৯ ই মার্চ রাত 11 টা থেকে সকাল ৪টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে ট্র্যাফিকও নিষেধাজ্ঞা থাকবে।

Cover Image: Representative


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন