করোনা সংক্রমণ বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে N-95 মাস্কের চাহিদা।
কিছুদিন আগে পর্যন্ত বাজারে দুর্লভ ছিল এই মাস্ক। করোনা সংক্রমণ থেকে বাঁচতে বেশি দাম দিয়ে এই মাস্ক কিনতে দ্বিধা করেননি আমজনতা।
কেন্দ্রীয় সরকার এবার হুঁশিয়ারি জারি করল এই N-95 মাস্কের ব্যাবহারের ওপর।
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ভালভ যুক্ত N-95 মাস্ক ব্যাবহারে উপকারের তুলনায় অপকারের সম্ভাবনাই বেশি।
ভালভ যুক্ত N-95 মাস্ক ব্যবহার করা হয় কোভিড সংক্রমণ ঠেকাতে, কিন্তু গবেষণায় দেখা গেছে, ব্যাবহারকারী নিজে সংক্রমিত না হলেও, নিজে আক্রান্ত হলে অন্যদের সংক্রমণ করতে পারেন সম্পূর্ণমাত্রায়।
তাই যে কারণে N-95 মাস্ক ব্যবহার করা হয়, সেই সংক্রমণ ঠেকাতেই অক্ষম এই মাস্ক।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে তাদের এই মতামত জানিয়ে দিয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে।
কিভাবে এই মাস্ক থেকে ছড়াতে পারে সংক্রমণ?
N-95 মাস্কে থাকা ভালভ থেকে আক্রান্তের শরীর থেকে করোনা ভাইরাস বেরিয়ে আসতে পারে, এবং পরবর্তীকালে তা সংক্রমিত করতে পারে অন্যান্য ব্যাক্তিদের।
তাই এই ধরনের মাস্কের চরম বিরোধী কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, এই ধরনের মাস্কের তুলনায় বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার অনেক বেশি নিরাপদ।
তারা এও জানিয়েছে যে, বাড়িতে তৈরি মাস্ক ব্যাবহারের পর সেটিকে গরম জলে ফুটিয়ে, রোদে শুকিয়ে আবার পুনর্ব্যবহার করা যেতে পারে নির্দ্বিধায়।
তবে একজনের মাস্ক অন্য কোনো ব্যক্তিকে ব্যাবহার করতে বারণ করেছে কেন্দ্র।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023