আপনার যদি করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনি সহজে অনলাইনের মাধ্যমে আপনার করোনা টিকার শংসাপত্র ডাউনলোড করতে পারবেন।
কেন্দ্র সরকারের ওয়েবসাইট CoWIN.gov.in এর মাধ্যমে করোনা টিকার শংসাপত্র ডাউনলোড করা সহজ হয়ে গিয়েছে।
এই শংসাপত্র কোথাও ঘুরতে গেলে বা আরও বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে।
কোভিড ১৯ টিকার শংসাপত্র অনলাইনে ডাউনলোড করার পদ্ধতি

করোনা টিকার শংসাপত্র ডাউনলোড করার জন্য,
- প্রথমে কেন্দ্র সরকারের cowin.gov.in ওয়েবসাইটে যান
- এরপর ক্লিক করুন “Register/Sign In”.
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
- এরপর নির্দিষ্ট জায়গায় নিজের মোবাইল নাম্বারটি এন্টার করুন। এইখানে সেই মোবাইল নাম্বারটা দেবেন যেটি আপনি ভ্যাকসিন নেওয়ার সময় দিয়েছিলেন।
- এরপর “Get OTP” তে ক্লিক করুন।
- আপনার মোবাইলে একটি OTP আসবে, সেটিকে নির্দিষ্ট জায়গায় এন্টার করে দিন।
- এরপর “Verify and Proceed” এ ক্লিক করুন।
- আপনি পোর্টালের মধ্যে লগইন হয়ে যাবেন।
- এরপর আপনার সামনে আপনার ও আপনার পরিবারের সকলের নাম চলে আসবে।
- এরপর সকলের নামের নিচে দেওয়া “Dose ২” এর পাশে “Certificate” এ ক্লিক করুন।
- আপনার টিকার শংসাপত্র ডাউনলোড হয়ে যাবে।

উপরে দেওয়া পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি সহজেই অনলাইনে আপনার টিকার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।
শংসাপত্রটি পিডিএফ (PDF) হিসাবে ডাউনলোড হবে আপনার কম্পিউটার বা মোবাইলে।
টিকা নেওয়ার সময় কোন নম্বরটি দিয়েছিলেন যদি মনে না পরে, তাহলে মোবাইলের মেসেজ চেক করুন। ভ্যাকসিন নেওয়ার সময় অবশ্যই আপনার নম্বরে একটি মেসেজ এসে থাকবে।
আপনি এই সার্টিফিকেট কম্পিউটারের সাথে সাথে মোবাইল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এই সার্টিফিকেটের একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন, যা আপনার বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে।
যদি পরিবারের কারোর নাম না দেখতে পান, তাহলে সেই বেক্তি টিকা নেওয়ার সময় যে নম্বরটি দিয়াছিলেন সেটি এন্টার করে পুনরায় চেষ্টা করতে পারেন।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩