Skip to content

ফের ব্যাহত হতে পারে দুর্গাপুর ব্যারেজে যান চলাচল

Durgapur_Barrage

কিছুদিন আগেই দুর্গাপুর ব্যারেজে বিপর্যয়ের কারণে বহুদিন ধরেই বিঘ্নিত হয়েছিল যান চলাচল।

আবারও, কিছুদিনের জন্য ব্যাহত হতে পারে দুর্গাপুর ব্যারেজে যান চলাচল।

রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে পর্যায়ক্রমে। এই পরীক্ষায় বাদ পড়বে না দুর্গাপুর ব্যারেজও।

এই পরীক্ষার জন্যই বিঘ্নিত হবে যান চলাচল। পুরো একটা দিন দুর্গাপুর ব্যারেজের উপর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল। বাকি ১৩ দিন দুর্গাপুর ব্যারেজের এক দিকের রাস্তা বন্ধ থাকলেও, অপর দিক থেকে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করার অনুমতি দেওয়া হবে।

বাঁকুড়া জেলা প্রশাসন এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন যৌথ আলোচনায় ব্যারেজে কবে থেকে আংশিক এবং সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে, তা চূড়ান্ত করেছে।

প্রশাসনিক সূত্রে খবর, ১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত, ব্যারেজের সেতুর এক দিকের রাস্তা সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

১৩ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য সেতুর দুই দিকের রাস্তাই সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

Block TimeTimingsDates
ONE LANE BLOCK11 AM-5 PM01.02.2021 – 13.02.2021
FULL BLOCK12 AM-12 AM (24hrs)13.02.2021 – 14.02.2021

এই কয়েকদিনের জন্য বাঁকুড়া এবং দুর্গাপুর দুই দিক থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না সৃষ্টি হতে পারে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন