গত ৩১ অক্টোবর সকালে বিপর্যস্ত হয় দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট।
দ্রুত মেরামতের কাজ শুরু করার জন্য, খালি করতে হয় দুর্গাপুর ব্যারেজ। এমনকি পাঞ্চেত ও মাইথন জলাধার থেকেও জল ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছিল।
এরপরেই স্বভাবত বিপাকে পড়ে দুর্গাপুর।
অবশেষে মিলল স্বস্তি। টানা ১৫৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পরে শেষ হলো দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট মেরামতের কাজ।
পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেও জল ছাড়া হয়েছে, অপেক্ষা শুধু দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছানোর। এরপর, শুধু অপেক্ষা জলাধার থেকে ফিডার ক্যানেলে জল যাওয়ার।
তারপর পরিশুদ্ধ করে দ্রুত সেই জল শহরবাসীর কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন। আপাতত অপেক্ষা কিছু ঘন্টার।
পরিষেবা দ্রুত স্বাভাবিক হতে শুরু করেছে। যেটুকু সময় লাগবে, এই সামান্য সময়ে শিল্পাঞ্চলবাসীদের ধৈর্য রাখতে আবেদন জানিয়েছেন মেয়র দিলীপ অগস্তি।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- আপনার বাইক বা গাড়িতে নমিনি কীভাবে যুক্ত করবেন অনলাইনে
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩