Skip to content

গ্রামের মধ্যে ঢুকে এলো বাঘ, ভিডিও ভাইরাল হলো নেট দুনিয়ায়

সোশ্যাল মিডিয়া তে প্রায় বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল যেতে দেখা যায়। ইতিমধ্যে গুজরাটের একটি ভাইরাল ভিডিও নিয়ে সারা পড়লো নেট দুনিয়ায়।

জনবহুল এলাকায় হাতি ঢোকার ভিডিও তো আমরা প্রায় ই দেখে থাকি।

কিন্তু এবারের ভিডিও তে এক জনবহুল একলাই ধরা পড়লো যে জন্তুটি সেটি তো একটি বাঘ।

বাঘটি একটি বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে বেড়াচ্ছে। দেখলে মনে হবে গ্রামের বাড়িতে হানা দিচ্ছে সেই বাঘ।

ঘটনাটি গুজরাট এর একটি জনবহুল জায়গায় ঘটে। গ্রাম বাসীরা বাঘটি কে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে।

ভিডিও টি সোশ্যাল মিডিয়া যে ছাড়েন সুশান্ত নন্দা নামক একজন বন দপ্তর আধিকারিক।

গ্রামের মানুষদের সাথে ছুটে বেড়াচ্ছে বাঘ টিও।

ভিডিও টি দেখলে মনে হবে বাঘ টি খাবার সংগ্রহ করার জন্য গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু বাঘটি যে গ্রামের মানুষের প্রাণের ভয় ছুটেছে সে কথা জানতে পারে হাস্য কৌতুক করেছেন অনেকেই।

দেখুন সেই ভিডিও:

https://twitter.com/susantananda3/status/1274934377722462208

এই ভিডিও টি হাজার হাজার মানুষ দেখেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন