সোশ্যাল মিডিয়া তে প্রায় বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল যেতে দেখা যায়। ইতিমধ্যে গুজরাটের একটি ভাইরাল ভিডিও নিয়ে সারা পড়লো নেট দুনিয়ায়।
জনবহুল এলাকায় হাতি ঢোকার ভিডিও তো আমরা প্রায় ই দেখে থাকি।
কিন্তু এবারের ভিডিও তে এক জনবহুল একলাই ধরা পড়লো যে জন্তুটি সেটি তো একটি বাঘ।
বাঘটি একটি বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে বেড়াচ্ছে। দেখলে মনে হবে গ্রামের বাড়িতে হানা দিচ্ছে সেই বাঘ।
ঘটনাটি গুজরাট এর একটি জনবহুল জায়গায় ঘটে। গ্রাম বাসীরা বাঘটি কে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে।
ভিডিও টি সোশ্যাল মিডিয়া যে ছাড়েন সুশান্ত নন্দা নামক একজন বন দপ্তর আধিকারিক।
গ্রামের মানুষদের সাথে ছুটে বেড়াচ্ছে বাঘ টিও।
ভিডিও টি দেখলে মনে হবে বাঘ টি খাবার সংগ্রহ করার জন্য গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু বাঘটি যে গ্রামের মানুষের প্রাণের ভয় ছুটেছে সে কথা জানতে পারে হাস্য কৌতুক করেছেন অনেকেই।
দেখুন সেই ভিডিও:
এই ভিডিও টি হাজার হাজার মানুষ দেখেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্স (DL) টেস্ট স্লট বুকিং করার অনলাইন পদ্ধতি 2023
- আধার বায়োমেট্রিক্স Lock এবং Unlock অনলাইন কিভাবে করবেন 2023
- কিভাবে আধার ভার্চুয়াল আইডি (VID) পুনরুদ্ধার বা সন্ধান করবেন
- আধার কার্ড ভার্চুয়াল আইডি (VID) কিভাবে জেনারেট করবেন 2023
- ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ (DOB) কীভাবে পরিবর্তন করবেন 2023
- আধার আপডেট আবেদন বাতিল করার অনলাইন পদ্ধতি 2023