Skip to content

প্রেমিকা অঙ্কিতার পাশে সারাজীবন থাকার আশ্বাস দিয়েছিলেন সুশান্ত, হঠাৎ প্রকাশ্যে এলো ভিডিও

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নানা গুঞ্জন উঠেছে বলিউডের অন্দরমহলে।

তার প্রেম জীবনের নানা তথ্যও উঠে এসেছে অনেক বার। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসার পর, তা চোখে জল এনেছে ভক্তদের।

সুশান্তের প্রথম অভিনয় জগতে আসা ”পবিত্র রিস্তা” নামক ধারাবাহিকের মাধ্যমে। সেই ধারাবাহিকে প্রধান চরিত্রে ছিলেন সুশান্ত এবং তার বিপরীতে অভিনয় করেছিলেন অঙ্কিতা। ধারাবাহিকটি চলেছিল টানা ৫ বছর।

ধারাবাহিক ছাড়াও ধারাবাহিকের বাইরে সুশান্ত – অঙ্কিতা জুটি মন কেড়েছিল দর্শকদের।
“পবিত্র রিস্তা” ধারাবাহিকের সময়েই অঙ্কিতার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুশান্ত।

সুশান্ত এর জীবনে মায়ের অভাব পূরণ করেছিলেন অঙ্কিতা।

পরবর্তীকালে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও অঙ্কিতা সুশান্তকে ভালোবাসতেন। এমনকি সুশান্তের প্রতিটা সিনেমা মুক্তির আগে অঙ্কিতা পুজোও দিতেন।

অঙ্কিতা – সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং। তিনি জানিয়েছেন সুশান্তের মৃত্যুর খবর পাওয়ার পর তার ফোন ধরেননি অঙ্কিতা।

এরপর অঙ্কিতার বাড়ি গেলে কান্নায় ভেঙে পড়েন অঙ্কিতা এবং দুঃখে জড়িয়ে ধরেন সন্দীপকে।

অঙ্কিতা – সুশান্তের ভালোবাসা নিখাদ ছিল।

এবার “পবিত্র রিস্তা” ধারাবাহিকেরই সুশান্ত-অঙ্কিতার একটি রোমান্টিক মূহুর্তের ভিডিও সামনে এসেছে, যেখানে অঙ্কিতাকে বুকে জড়িয়ে ধরে সারাজীবন তাঁর পাশে থাকার আশ্বাস দিচ্ছেন সুশান্ত।

এই ভিডিও প্রকাশ্যে আসার পর ভক্তকুল চোখে জল ধরে রাখতে পারেনি।

কালের ঘোরে সুশান্ত অন্ধকারে চলে গেলেও তার এই প্রেমকাহিনী থেকে যাবে ভক্তদের মনে।

দেখুন সেই ভিডিও:

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন