Skip to content
strict action patient admission

কড়া শাস্তি হতে পারে হাসপাতাল কতৃপক্ষর, এই নিয়ম এর গণ্ডী ভাঙলে – জানালেন রাজ্য সাস্থ দপ্তর

কলকাতা : রাজ্যের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা অনেক সময় করোনা নোই এমন রুগী কেও ভর্তি করতে অস্বীকার করেছেন।

এই অভিযোগ পাওয়ায় পশ্চিমবঙ্গ সাস্থ দপ্তর ও জনকল্যাণ দপ্তর সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে কড়া নির্দেশিকা জারি করেছেন।

ওই নির্দেশিকায় তাঁরা বলেছেন যে কেন হাসপাতাল যদি কোনো পেশেন্ট পার্টি কে ভর্তি করতে অস্বীকার করেন, রাজ্য সেই মেডিক্যাল টিম এর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারে।

রাজ্য জনকল্যাণ দপ্তর এক উপদেশক জারি করেছেন। সেখানে বলা হয়েছে যে যারা এই নির্দেশিকা অমান্য করবেন তাদের লাইসেন্স ও কেড়ে নিতে পারে রাজ্য সরকার, সতর্ক করেছেন বার বার।

বুধবার সব-দলীয় বৈঠক এর পর হয় সাংবাদিক সম্মেলনেও এই কোথাও জানান মুখ্যমন্ত্রী।

একটি তথ্য অনুযায়ী জানা গেছে যে এরকম রোগী কে ফিরিয়ে দেওয়ার বহু অভিযোগ উঠেছে অনেক বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে।

একাধারে মানুষেদের হাসপাতালের এই নিরুৎসাহ ও আকস্মিক আচরণে ভুগতে হচ্ছে প্রায়।

West Bengal Clinical Establishment Act,2017 and The West Bengal clinical Establishment Rule 2017,অনুযায়ী এরকম নৈমিত্তিক ঘটনা গুরুতর অন্যায় ও রাজ্জ্যের স্বাস্থ্য দপ্তর সমস্ত নিয়ম কানুন পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া সত্ত্বেও এমনি ঘটনা ঘটছে।

রাজ্যের হেলথ সেক্রেটারি বিবেক কুমার সম্প্রতি জানালেন, হাসপাতালের এরকম আইন শৃঙ্খলা ভাঙা চলবে না ও দায়িত্বের সঠিক পালন করতে হবে।

কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য ফের যদি রোগী দের ভর্তি ঠিক মতো না নেওয়ার অভিযোগ ওঠে।