Skip to content

দাদা স্নেহাশীষ গাঙ্গুলির করোনা সংক্রমণের পরে, হোম কোয়ারান্টিন এ সৌরভ গাঙ্গুলি ও তার পরিবার

বুধবার, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশীষ গাঙ্গুলি করোনা পজিটিভ ধরা পড়েছেন করোনা পরীক্ষা করার পর।

এর পর থেকেই বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গুলিকেও হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়।

CAB জানিয়েছেন যে, স্নেহাশীষ গাঙ্গুলির করোনা পজিটিভ ধরা পড়ার পর তাকে কলকাতার বেল ভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

যেহেতু, সৌরভের দাদা এবং সৌরভের পরিবার একই বাড়িতে থাকেন, সেই কারণেই সৌরভ এবং তার পরিবারকে আপাতত হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।

সূত্রের খবর, মোমিনপুরে স্নেহাশীষ গাঙ্গুলির স্ত্রী, এবং তার শ্বশুর- শ্বাশুড়ির করোনা আক্রান্ত হাওয়ার পরে তিনি তার ভাই সৌরভের সঙ্গে বেহালার বাড়িতে চলে আসেন।

স্বভাবতই, বিসিসিআই প্রেসিডেন্টের দাদার করোনা আক্রান্তের খবর পাওয়ার পর, এবং সৌরভের হোম কোয়ারান্টিনের খবর পাওয়ার পর উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা।

চলতি মরশুমেই সম্ভাব্য আইপিএল শুরু হওয়ার কথা দুবাইয়ের মাটিতে। তার প্রস্তুতি চলছিল জোরকদমে।

এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) রাজ্য সরকারের হাতে ইডেন গার্ডেন তুলে দিতে চেয়েছিল।

সৌরভ গাঙ্গুলি এই কথা জানিয়েছিলেন। যাতে কলকাতায় কোয়ারান্টিন সেন্টার গড়ে ওঠে সেই জন্য ইডেনের E, F, G, H ব্লক রাজ্য সরকারকে দান করার সিদ্ধান্ত নিয়েছিল CAB।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন