দক্ষিণ-পশ্চিম রেলওয়ে ভিন্ন ভিন্ন পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
মোট পদ সংখ্যা:- ১০০৪
হুব্বালি ডিসিশন:- ২৮৭ পদ
ক্যারেজ রিপেয়ারিং ওয়ার্কসপ,হুব্বালি:- ২১৭ পদ
বেঙ্গালুরু ডিভিশন:- ২৮০ পদ
মাইসোর ডিভিশন:- ১৭৭ পদ
সেন্ট্রাল ওয়ার্কসপ, মাইসোর:- ৪৩ পদ
কর্মস্থান:- সমগ্র ভারতের বিভিন্ন শহর
আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীদের ন্যূনতম ৫০ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এবং আবেদনকারীর কর্মক্ষেত্র অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে ITI সার্টিফিকেট থাকতে হবে।
স্নাতকোত্তর/ডিপ্লোমা উত্তীর্ণ ছাত্ররা আবেদন করতে পারবেন না।
বয়স সীমা:- ১৫-২৪বছর (০৯/০১/২০২১ অনুসারে)
SC/ST দের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছর এবং OBC দের জন্য সর্বোচ্চ ববয়সসীমায় ৩ বছরের ছাড়।
মাসিক বেতন:- ₹ ৪.০০০- ৪,৫০০/-
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.rrchubli.in
অনলাইন আবেদনের সূচনা:- ১০/১২/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ০৯/০১/২০২১
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন দক্ষিণ-পশ্চিম রেলওয়ে এর অফিশিয়াল ওয়েবসাইটে।