Skip to content

৭৭ টি দেশ থেকে উদ্ধার মোট ৪০ মিলিয়ন ডলারের ভুয়ো কোভিড টেস্টিং কিট

বিশ্বজুড়ে কোভিড-19 এক অতিমারীর আকার ধারণ করেছে।

ক্রমে বেড়ে চলেছে মৃত্যুমিছিল, তাতে সামিল হয়েছে বিশ্বের সকল দেশ।

বিশ্বের অনেক দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কারে গবেষণা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত আশার আলো দেখাতে পারেননি বিজ্ঞানীরা।

শরীরে কোভিড-19 এর বাসা বেঁধেছে কিনা তা জানার জন্য কোভিড-19 কিট অত্যাবশ্যক।

অনেক দেশই এই কিট তৈরি করার ওপর জোর দিয়েছে। এই অতিমারির মধ্যেই এক শ্রেণীর ব্যাবসায়ী ভুয়ো কোভিড-19 কিটের ব্যাবসা খুলে বসেছে। রীতিমত রমরমিয়ে চলছিল সেই ব্যাবসা।

বুধবার ইন্টারপোল জানিয়েছে, তারা মোট ৭৭টি দেশে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে প্রায় ১৭ হাজার জাল করোনা পরীক্ষার কিট।

বিভিন্ন দেশে ভুয়ো খাদ্য ও পানীয়র বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে, তাদের সামনে আসে এই ভুয়ো কিটের তথ্য।
ফরাসি ইন্টারপোল দফতর থেকে জানানো হয়েছে যে, এই ভুয়ো কিটের সঙ্গে উদ্ধার হয়েছে বেআইনি কসাইখানায় জবাই করা পশুর মাংস, বেআইনি পদ্ধতিতে প্রস্তুত দুগ্ধজাত পণ্য ইত্যাদি।

রিপোর্টের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ভুয়ো কোভিড-19 কিটের বাজারমূল্য প্রায় ৪০ মিলিয়ন ডলার, ভারতীয় মূল্যে প্রায়, ২৯৮ কোটি ১৫ লক্ষ ৮০ হাজার টাকা।

ইতিমধ্যেই ৭৭ টি দেশ জুড়ে অভিযান চালিয়ে প্রায় ৪০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এইপর্যন্ত, গোটা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় ১ কোটি ৫২ লক্ষ।

তার মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৬ লক্ষ ২০ হাজারের।

এরকম পরিস্থতিতেও কি করে শুধুমাত্র মুনাফার জন্য এরকম একটি নিম্নমানের ব্যাবসা চালাচ্ছিল এক শ্রেণীর ব্যাবসায়ী, অবাক বিদ্যজনেরা।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন