পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর, মেডিকেল টেকনোলজিস্ট, CCU টেকনিশিয়ান, CCU মেডিকেল অফিসার পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানানো হচ্ছে।
এই পদের জন্য আগামী ৩ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
মোট পদ সংখ্যা:- ২২
কর্মস্থান:- পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।
যে যে পদে নিয়োগ :-
ডাটা এন্ট্রি অপারেটর:-
পদ সংখ্যা:- ৭
যোগ্যতা:- গ্রাজুয়েশন ডিগ্রি, ন্যূনতম ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স এবং MS OFFICE এ দক্ষতা।
মাসিক বেতন:- ১৩,০০০/-
মেডিকেল টেকনোলজিস্ট:-
পদ সংখ্যা:- ৭
যোগ্যতা:- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে DMTL,পশ্চিমবঙ্গ প্যারামেডিকেল কাউন্সিলের তরফ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
মাসিক বেতন:- ১৭,৫০০/-
CCU টেকনিশিয়ান:-
পদ সংখ্যা:- ৪
যোগ্যতা:- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা, পশ্চিমবঙ্গ প্যারামেডিকেল কমিশনের তরফ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
মাসিক বেতন:- ১৭,৫০০/-
CCU মেডিকেল অফিসার:-
পদ সংখ্যা:- ৪
যোগ্যতা:- পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এর নিম্নে থাকা কোন মেডিকেল কলেজ থেকে MBBS
মাসিক বেতন:- ৫০,০০০/-
নির্বাচন পদ্ধতি:-
যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে প্রাপ্ত নাম্বার, যোগ্যতার ওপর বিচার করে। তাছাড়াও তাদের নির্বাচন করা হবে ইন্টারভিউ এবং পরীক্ষার মাধ্যমে। ইন্টারভিউ এবং পরীক্ষার সমস্ত দিন, সময় এবং স্থান জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদন পদ্ধতি:-
যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.paschimmedinipur.gov.in
উল্লেখযোগ্য তারিখ:-
আবেদনের সর্বশেষ তারিখ:- ০৪/০৯/২০২০
এই চাকরির আবেদনের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023