Skip to content

পশ্চিম বর্ধমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১২,০০০

করোনা আক্রান্তের সংখ্যাটা ক্রমে বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে ও পশ্চিম বর্ধমানে।

দুর্গাপুজো এবং কালীপুজোর সমাপ্তির পর এবার পশ্চিম বর্ধমানে মোট আক্রান্তের সংখ্যাটা ছাড়ালো ১২,০০০।পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর কর্তৃক প্রকাশিত বুলেটিনে এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে।১৬ ই নভেম্বর প্রকাশিত বুলেটিন অনুসারে শুধুমাত্র পশ্চিম বর্ধমানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২,০০৯। পশ্চিমবঙ্গের অবস্থাটা আরও শোচনীয়।

এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ২১৭ জন।

তবে, আশার কথা এই যে, কিছুদিন পূর্বে যে আক্রান্তের হার ছিল, তা অনেকটাই নিম্নগামী হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের নিরিখে।

কিন্তু পশ্চিম বর্ধমানে দৈনিক আক্রান্তের সংখ্যাটা ১২০ এর দোরগোড়াতেই রয়েছে।

এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানে আক্রান্ত ১২,০০৯ ব্যক্তির মধ্যে ১১,১০৪ জনই সুস্থ হয়ে উঠেছেন।

এই পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১১৫ জন।অর্থাৎ সুস্থতার হার প্রায় ৯২ শতাংশের কাছাকাছি। যথেষ্ট দ্রুত গতিতেই সুস্থ হচ্ছেন করোনা আক্রান্ত ব্যক্তিরা।

পশ্চিম বর্ধমানে, মৃত্যুর হারও উদ্বেগজনক নয়।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন