পশ্চিম বর্ধমান: সারা দেশে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ছাড় নেই পশ্চিমবঙ্গেও।
দেশের বহু জায়গায় দেখা যাচ্ছে হাসপাতাল বেড ও অক্সিজেন এর অভাব।
এবারে এক দিনে ফের রেকর্ড সংখ্যক সংক্রমণ দেখা গেল পশ্চিম বর্ধমানে। বিগত ১ সপ্তাহ ধরে প্রায় রোজ এ রেকর্ড সংখ্যক সংক্রমন দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর এক বুলেটিন অনুযায়ী, পশ্চিম বর্ধমানে এক দিন এ ৮৬২ জন করোনা আক্রান্ত হয়েছে। যা শুরু থেকে আজ অবধি সর্বোচ্চ।
এখন এই জেলায় মোট সক্রিয় কেস এর সংখ্যা ৫৮৩৭ ছাড়িয়েছে ।

এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানে আক্রান্ত ২৬,৪৮৭ ব্যক্তির মধ্যে ২০,৪৬১ জনই সুস্থ হয়ে উঠেছেন।
এই পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৮৯ জন।
পঞ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে কোলকাতাতে, ৩৭০৮ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ৩৪৫১ জন।
গোটা রাজ্যে সক্রিয় কেস এর সংখ্যাই ৪ নম্বরে রয়েছে পশ্চিম বর্ধমান।
পঞ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৭,৭৬,৩৪৫ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬,৬৪,৬৪৮। গোটা রাজ্যে সক্রিয় কেস এর সংখ্যা ১,০০,৬১৫।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২২
- ৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত
- Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
- দুর্গাপুর থেকে গুয়াহাটির ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মার্চ মাসেই
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২২ (নতুন পদ্ধতি)
- ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বর অনলাইনে কীভাবে পাবেন ২০২২
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রে শিশুর নাম রেজিস্ট্রেশন ২০২২
- দুর্গাপুর বিমানবন্দর থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত বাস পরিষেবা চালু