আপনার আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড একবার লিংক হয়ে যাওয়ার পরে আপনি হয়তো যাচাই করে দেখতে চাইবেন যে সেটি লিঙ্ক হয়েছে কিনা।
ভারত সরকারের আয়কর বিভাগ আপনার আধার প্যান লিংক এর স্ট্যাটাস চেক করা সহজ করে দিয়েছে অনলাইনের মাধ্যমে।
এর জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ই ফাইলিং ওয়েবসাইট incometax.gov.in এ যেতে হবে।
আজ এই আর্টিকেলেটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আমরা আধার প্যান লিংক এর স্ট্যাটাস চেক করতে পারবেন।
আধার প্যান লিংক স্ট্যাটাস চেক করার পদ্ধতি
আপনার আধার প্যান লিংক যাচাই করার জন্য,
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান

- প্রথমে, ইনকাম ট্যাক্স ই ফাইলিং এর অফিশিয়াল ওয়েবসাইট incometax.gov.in – এ যান।
- এরপর ক্লিক করুন “Link Aadhaar Status”.
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
ধাপ ২: আধার এবং প্যান বিবরণ লিখুন

- এই নতুন পেজটিতে আপনার প্যান নাম্বার এন্টার করে দিন।
- এরপর এন্টার করুন আপনার আধার নাম্বার।
- তারপর, ক্লিক করুন “View Link Aadhaar status” অপশনটিতে।
ধাপ ৩: প্যানের সাথে আপনার আধার লিঙ্কের স্থিতি পরীক্ষা করুন
- আপনার আধার প্যান লিংক এর স্ট্যাটাস কি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে।
- যদি তা লিংক থাকে তাহলে আপনাকে দেখাবে “PAN card and Aadhaar number is already linked”.
- যদি তা লিঙ্ক না থাকে তাহলে আপনি একটি error মেসেজ দেখতে পাবেন।
এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি সহজেই আপনার আধার প্যান কার্ড লিঙ্ক আছে কিনা তা যাচাই (স্ট্যাটাস চেক) করে নিতে পারবেন।
যদি আপনার আধার ও প্যান কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনি নিচের আর্টিকেলটিতে দেওয়া পদ্ধতি গুলি পড়ে নিতে পারেন।
আধার প্যান কার্ড লিঙ্ক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
অনলাইনে প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস চেক সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
কীভাবে অনলাইনে প্যান আধার লিঙ্কের স্টেটাস চেক করবেন?
আপনি ইনকাম ট্যাক্স ই-ফাইলিং-এর অফিসিয়াল ওয়েবসাইটে incometax.gov.in-এর মাধ্যমে অনলাইনে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্কের স্টেটাস চেক করতে পারেন।
অনলাইনে আপনার প্যান এবং আধার লিঙ্কের স্টেটাস চেক করার জন্য কী কী নথির প্রয়োজন?
অনলাইনে আপনার প্যান আধার লিঙ্কের স্টেটাস চেক করার জন্য আপনার প্যান নম্বর এবং আধার নম্বর প্রয়োজন।
আরো কেদ্র সরকারের প্রকল্প গুলি জানুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে নাম ধরে অনলাইনে ভোটার ID কীভাবে সন্ধান করবেন
- Aadhaar Update History: কিভাবে চেক ও ডাউনলোড করবেন জানুন
- বিয়ের পর ভোটার কার্ড কীভাবে স্থানান্তর (ঠিকানা পরিবর্তন) করবেন ২০২৩
- ভারতে ভোটার কার্ড সংশোধন করার অনলাইন পদ্ধতি (ফর্ম ৮)