Skip to content

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NTCE) কর্তৃক কেরানি, ডাটা এন্ট্রি অপারেটর, Group D ও অন্যান্য পদে নিয়োগ

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NTCE) অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেট C এবং D, ডাটা এন্ট্রি অপারেটর, অধঃস্তন কেরানি পদের জন্য ইচ্ছুক এবং যোগ্য ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ১৮

কর্মস্থান:- সমগ্র ভারত

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের দেওয়া তথ্যের ওপর চোখ রাখুন।

যে যে পদে নিয়োগ:-

অ্যাসিস্ট্যান্ট:-

পদ সংখ্যা:-

যোগ্যতা:- স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট, ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা, কম্পিউটারের জ্ঞান।

সর্বোচ্চ বয়সসীমা:- ২৭ বছর

মাসিক বেতন:- ৩৫,৪০০-১,১২,৪০০/-

স্টেনোগ্রাফার গ্রেড C এবং D:-

মোট পদ সংখ্যা:- ৩ (গ্রেড C), ৬ (গ্রেড D)

যোগ্যতা:- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, প্রতি মিনিটে ৮০-১০০ শব্দ টাইপ, ডাটা এন্ট্রিতে পারদর্শিতা।

সর্বোচ্চ বয়সসীমা:- ২৭ বছর

মাসিক বেতন:- ৩৫,৪০০-১,১২,৪০০/- (গ্রেড C) ২৫,৫০০-৮১,১০০/- (গ্রেড D)

ডাটা এন্ট্রি অপারেটর:-

মোট পদ সংখ্যা:-

যোগ্যতা:- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ

সর্বোচ্চ বয়স সীমা:- ২৫ বছর

মাসিক বেতন:- ২৫,৫০০-৮১,১০০/-

লোয়ার ডিভিশন ক্লার্ক:-

মোট পদ সংখ্যা:-

যোগ্যতা:- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, কম্পিউটার জ্ঞান

সর্বোচ্চ বয়সসীমা:- ২৭ বছর

মাসিক বেতন:- ১৯,৯০০-৬৩,২০০/-

নির্বাচন পদ্ধতি:- 

যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। পরীক্ষার সময়, দিন এবং স্থান জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইট।

আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

ওয়েবসাইট:- https://ncte.gov.in/

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদনের সূচনা:- ২০/০৮/২০২০

অনলাইন আবেদনের সমাপ্তি:- ১৯/০৯/২০২০

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NTCE) এর অফিশিয়াল ওয়েবসাইটে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন