মোট তিনটি পদে অর্থাৎ স্টেট প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইয়ং ফেলো এবং ক্লাস্টার লেভেল রিসোর্স পারসন পদে নিয়োগের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট এন্ড পঞ্চায়েত রাজ (NIRDPR) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের এই পদের জন্য আবেদন জানানো হচ্ছে।
কর্মখালি:- মোট ৫১০
(স্টেট প্রোগ্রাম কো-অর্ডিনেটর-১০, ইয়ং ফেলো:- ২৫০, ক্লাস্টার লেভেল রিসোর্স পারসন:- ২৫০)
আবেদন পদ্ধতি:- অনলাইন
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের ওপর চোখ রাখুন।
যে পদে নিয়োগ:-
স্টেট প্রোগ্রাম কো-অর্ডিনেটর:-
কর্মখালি:- ১০
যোগ্যতা:-
• মাধ্যমিকে ৬০%, উচ্চমাধ্যমিকে ৫০% এবং স্নাতক স্তরে ন্যূনতম ৫০% নম্বর।
• ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতা।
• MS Office এর দক্ষতা।
বয়স সীমা:– ন্যূনতম ৩০ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর।
ইয়ং ফেলো:-
কর্মখালি:– ২৫০
যোগ্যতা:-
• মাধ্যমিকে ৬০%, উচ্চমাধ্যমিকে ৫০% এবং স্নাতক স্তরে ন্যূনতম ৫০% নম্বর।
• ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতা।
• MS Office এর দক্ষতা।
বয়স সীমা:- ন্যূনতম ২৫ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর।
ক্লাস্টার লেভেল রিসোর্স পারসন:-
কর্মখালি:- ২৫০
যোগ্যতা:-
• স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক।
• ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতা।
• ক্লাস্টার লেভেল রিসোর্স পারসন হিসেবে ফিল্ডওয়ার্ক এর অভিজ্ঞতা।
বয়স সীমা:- সর্বোচ্চ ৪০ বছর।
[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]
নির্বাচন পদ্ধতি:-
আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউ এর ভিত্তিতে। ইন্টারভিউ এর যথাযথ স্থান এবং তারিখ যোগ্য নির্বাচিত আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট:- www.nirdpr.org.in
উল্লেখযোগ্য তারিখ:-
অনলাইন আবেদনের সমাপ্তি:- ১০/০৮/২০২০
এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট এন্ড পঞ্চায়েত রাজ এর অফিশিয়াল ওয়েবসাইটে।
আমরা খালি চাকরির খবর টুকু দি, কনো রকম এর চাকরি আমরা দিনা।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023