Skip to content

২০১ পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনে বিভিন্ন ভাষার শিক্ষক নিয়োগ – নূন্যতম যোগ্যতা:- গ্রাজুয়েশন এবং ডিপ্লোমা

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন, ইংরেজি, হিন্দী এবং উর্দুর জন্য শিক্ষক নিয়োগ করছে।

এর জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানানো হচ্ছে।

পদ সংখ্যা:- মোট ২০১ (ইংরেজি-১৪৯ , হিন্দি-১৯ , উর্দু-৩৩)

কর্মস্থান:- কলকাতা

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:-

  • ন্যূনতম ৫০% প্রাপ্ত নম্বরের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অথবা তার সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ।
  • ন্যূনতম ৫০% প্রাপ্ত নম্বরের সঙ্গে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ অথবা তার সমতুল্য বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ।
  • গ্রাজুয়েশন এবং দু বছরের ডিপ্লোমা কোর্স।
  • আবেদনকারীকে TET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সসীমা:- আবেদনকারীর নূন্যতম বয়স সীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর হতে হবে।

মাসিক বেতন:- পে ম্যাট্রিক্স ২০১৯ অনুসারে পে লেভেল-৯।

[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]

নির্বাচন পদ্ধতি:-

আবেদনকারীদের নির্বাচন পদ্ধতি শীঘ্রই পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ২২০ টাকা দিতে হবে। SC/ST/PH আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ৭০ টাকা দিতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট:- www.mscwb.org

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ৩১.০৮.২০২০

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে।

আবেদন করুন

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন