Skip to content
person holding a mug

ফের পশ্চিম বর্ধমানে রেকর্ড সংখ্যক সংক্রমণ এক দিনে

পশ্চিম বর্ধমান: সারা দেশে তীব্র গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমন। পশ্চিমবঙ্গের জেলা গুলো তেও তার প্রভাব দেখা যাচ্ছে।

এবারে সোমবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এরপ্রকাশিত এক বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলা তে ফের এক দিনে রেকর্ড রেকর্ড সংখক সংক্রমণ দেখা গেল।

এই ​বুলেটিন অনুযায়ী, পশ্চিম বর্ধমান গত ২৪ ঘন্টা তে নতুন করে ৫২০ জন আক্রান্ত হয়েছে। যা আজ অব্দি সব থেকে বেশি বলে মনে করা হচ্ছে।

যার ফলে এখন এই জেলায় মোট সক্রিয় কেস এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪৩

গত বছর পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা গড়ে ১২০ জন করে হচ্ছিলো। এই সপ্তাহে তা এখন ৩ গুন্ এর ও বেশি ।

১৬, ১৭ ও ১৮ই এপ্রিল জেলা তে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১০, ৩৮৯ ও ৫২০ জন।

এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানে আক্রান্ত ২১,০০০ ব্যক্তির মধ্যে ১৭,৯৭৭ জনই সুস্থ হয়ে উঠেছেন।

এই পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৮০ জন।

পঞ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে কোলকাতাতে, ২,২১১ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১,৮০১ জন।

পঞ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৬,৬৮,৩৫৩ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬,০৪,৩২৯। গোটা রাজ্যে সক্রিয় কেস এর সংখ্যা ৫৩,৪১৮


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন