Skip to content
monali thakur nepotism

মিউজিক ইন্ডাস্ট্রি তেও চলছে “Nepotism”, এবার মুখ খুললেন মোনালি ঠাকুর

বলিউড এর অন্ধকার দিকটি বার বার প্রতিফলিত হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর।

বলিউড এর জাঁকজমক ভরা দুনিয়া তে কালো দিকগুলি উন্মোচিত হচ্ছে। দিনের পর দিন এক আঁধার গ্রাস করে নিচ্ছে প্রতিভাবান শিল্পীদের।

কঙ্গনা রানাওয়াত এই নেপটিসম এর অভিযোগ আগেই তুলেছেন। এবং তিনি বলেছেন বলিউড একপ্রকার দখল নিচ্ছেন কিছু প্রভাবশালী তারকাদের।

এদিকে সোনু নিগম ও বলেন যে গানের জগতেও এরকম কোনো গায়ক কোনোদিন আত্মঘাতী হতেই পারে। তিনি সরাসরি আরোপ করেছেন টি সিরিজ এর চেয়ার ম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমার এর উপর। তাঁকে মিউজিক মাফিয়া বলে সোনু নিগম।

মিউজিক ইন্ডাস্ট্রি স্বজনপোষন নিয়েও এবার কথা বললেন মোনালি ঠাকুর।

তিনি সোনু নিগম এর সাথে সহমত ও তিনি বলছেন মিউজিক ইন্ডাস্ট্রি এখন মাফিয়াদের হাতেই। তিনি আর থাকতে চান না এই ইন্ডাস্ট্রি তে।

কারণ কাউকেই ঠিকভাবে পারিশ্রমিক দিতে চাননা এবং কোনো সিনেমার জন্ন্য প্লে ব্যাক এ গান গাইলে তার পারিশ্রমিক দেওয়ার কোনোরকম ঠিক ঠিকানা থাকেনা।

কোনো কোম্পানি র সাথে শিল্পীরা কাজ করলে ও টাকা পয়সার বেপারে চুক্তি থাকলেও ৮০ শতাংশ টাকা মিউজিক কোম্পানি মালিকদের ই পকেট ভরে।

এছাড়া তিনি ভবিষ্যতে কাজ পাবেন কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন মোনালি।নিজের এলবাম বানাতে চাইলেও হাজার রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তাঁকে।লাইভ অনুষ্ঠানে টাকাও তিনি পান না ঠিক মতো।

একটা জীবনের অসময়ে এরকম চলে যাওয়া বলিউড এর কঠিন সত্য তা সবার কাছে প্রকাশ পাচ্ছে। ধীরে ধীরে পর্দা খুলছে ও একে একে সবাই এই সজনপোষণ এর শিকার হয়েছেন।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন