কলকাতা: করোনা সংক্রমণের জেরে রাজ্যে যানবাহনের পরিষেবার আর্থিক ক্ষতি নিয়ে কথা ওঠে নবান্নের সভায়।
শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর সাথে অনান্য দলীয় অভিভাবক দের আলোচনার পর রাজ্যের তরফ থেকে আগামী তিন মাস বাস মালিকদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এরকমই জানালেন রাজ্য সরকার।
কিন্তু সাধারণ মানুষদের কথা মাথায় রেখে বাড়ানো হবেনা বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া।
মেট্রো পরিষেবা শীঘ্রই শুরু করবেন, জানালেন প্রশাসন।
যদি জনসাধারণ সামাজিক দূরত্ব মানতে সক্ষম হয় তবেই যত গুলো আসন ততজন মানুষ নিয়েই পরিসেবা দেওয়া যেতে পারে।
পয়লা জুলাই থেকে আগামী তিন মাস ছ হাজার বাস মালিককে প্রত্যেক কে ১৫,০০০ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে।
মেট্রো পরিষেবা চালু করা নিয়ে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা র সাথে বৈঠকে বসবেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তবে পয়লা জুলাই থেকে শুরু কড়তে পারেন এবং তা নির্ভর করছে সাধারণ মানুষদের উপর।
বাস মালিকরা, পরিবহন কর্তার ও রাজ্য সরকারের কাছে নজরবন্দি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
একদিকে এই ২০দিন ডিজেলের আকাশ ছোঁয়া দাম যা কলকাতায় ৭৫ টাকা ছাড়িয়ে গেছে ও অন্য দিকে করোনার জন্য যাত্রীদের বাস এ না ওঠা, বাস মালিকদের কাছে তীব্র ক্ষোভের বিষয় হয়ে উঠেছে।
সাধারণ মানুষ ও বাস মালিকদের উভয়ের কথা মাথায় রেখে মাঝামাঝি একটি রাস্তা খুঁজে বের করেছেন রাজ্য সরকার।
রাজ্যে সাধারণ মানুষের জন্য কম করে হোক ৬০০০ বাস নামানো খুব এ জরুরী।
একটি সংবাদমাধ্যম এর রিপোর্ট অনুযায়ী, আগামী তিন মাস বাসমালিকদের মাসিক ১৫০০০ টাকা দিলে, অন্তত প্রায় ২৭ কোটি টাকা খরচ হবে।
কলকাতা ও ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়া নিয়ে কেন্দ্রের অনুমতি দরকার, তবে কেন্দ্র সরকার সব পরিষেবা ব্যবস্থা নিয়ে সব রায় রাজ্য সরকারের উপর ছেড়ে দিয়েছে।
রাজ্য সরকারের অনুমোদনই জারি হবে।
১ জুলাই থেকে মেট্রো চালানো সম্ভব কিনা তা নিয়ে শীঘ্রই আলোচনায় বসবে কলকাতার পুলিশ কমিশনার ও মেট্রো কর্তারা।
বেড়ে চলা করোনার সাথে তাল মিলিয়ে, সব বাধা নিষেধ মেনে কি ভাবে মেট্রো চলবে, তা নিয়ে যথেষ্ট চিন্তিত কর্তারা।