কলকাতা: ভারত জুড়ে এখন চলছে আনলক ১ পর্ব।
নিয়ম বিধি মেনে, এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে দোকান পাট, অফিস খুলতে নির্দেশ দিয়েছে সরকার।
যানবাহনও চলছে নিয়ম বিধি মেনে। তবুও এই আনলক ১ পর্বে করোনা সংক্রমণের হার কমানো যায়নি।
উল্টে করোনা সংক্রমণের হার বেড়েছে পূর্বের তুলনায় বেড়েছে প্রায় ২০০%।
তবুও তার মধ্যে আশার কথা, এক ভারতীয় কোম্পানি ১৫ ই আগস্ট এর মধ্যে ভারতে করোনার ভ্যাকসিন আসতে পারে বলে আশা জাগিয়েছে।
সরকার নিয়ম বিধি মেনে চলতে বললেও, অধিকাংশ লোকই সেই নিয়ম বিধি শিকেয় তুলে বেরিয়ে পড়ছেন রাস্তায়।
মাস্ক, স্যানিটাইজার কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন লোকজন।
এমনকি করোনা আক্রান্ত রুগীও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ভিড়ের মধ্যে আপনার অজান্তেই।
এবার করোনার এই আবহেই মজার ঘটনার সাক্ষী থাকলো কলকাতা।
এক করোনা আক্রান্ত যুবকের খবর পেয়ে তাকে পুলিশ জিপে করে হাসপাতালে নিয়ে যেতে এলাকায় আসে।
কিন্তু অসাবধানতার বশে তারা কেউই পিপিই পড়ে ছিলেন না। সেই যুবকও সমানে বলে যেতে থাকেন “আমার কাছে যা আছে তা আর অন্যকারো কাছে নেই, শুধু আমি একবার জড়িয়ে ধরলেই কেল্লা ফতে।”
তার সাথে চলতে থাকে পুলিশকে অকথ্য গালিগালাজ। তাকে ধরে নিয়ে যেতে কালঘাম ছুটে যায় পুলিশের।
এরপরই হঠাৎ বাকবিতণ্ডা চলতে চলতে পুলিশকে তাড়া করেন ওই ব্যাক্তি। নিজেকে বাঁচাতে ওই পুলিশকর্মীও পাল্লা দিয়ে দৌড় দেন।
এক ব্যাক্তি ওই মজার দৃশ্যের ভিডিও করে ফেসবুকে ছাড়তেই ভাইরাল হয় সেই ভিডিও, হাসির রোল ওঠে নেটদুনিয়ায়।
তবে দর্শকদের একাংশ দাবী করছেন ওই ব্যাক্তি মানসিক অসুস্থতার শিকার।
দেখুন সেই ভিডিও:
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩