বাঙালিদের কাছে মহালয়া মানে পুজো শুরু। অনেক প্যান্ডেল তৈরির কাজ, আলোকসজ্জা ও উদ্বোধনের কাজ মহালয়ার দিন এ সম্পন্ন হয়।
চতুর্থী , পঞ্চমী থেকেই মানুষের ঢল নেমে পড়ে রাস্তায়, পুজো দেখার জন্য। তবে এই বছর মহালয়ার ও মহাসষ্ঠীর মাঝে ৩৫ দিনের ব্যবধান পরে যাচ্ছে।
আশ্বিন মাসের দুর্গাউৎসব, পালন হবে কার্তিক মাসে৷
[মহালয়ার সময়সূচী ও দেবীর আগমন জানার জন্য ক্লিক করুন]
৩৫ দিনের কেন এই ব্যবধান?
দুসপ্তাহের পিতৃপক্ষের শ্রাদ্ধ সমাপ্ত হবে ১৭ই সেপ্টেম্বর, মহালয়ার অমাবস্যার দিন।
এই বছর অক্টোবর এর ২২ তারিখ পড়েছে মহাসষ্ঠী , অতএব ৩৫ দিন পরে শুরু হচ্ছে বাঙালীর দুর্গোৎসব।
মহালয়ার ও মহাসষ্ঠীর মাঝে এই ৩৫ দিন এর ব্যবধান কে বলা হচ্ছে ‘মল মাস’ অর্থাৎ অশুভ মাস। শাস্ত্র অনুযায়ী, যেকোনো শুভ অনুষ্ঠান মলমাসে পালন করা হয়না।
সাধারণত মলমাসে ২টি অমাবস্যা পড়ে। ২০২০ তে আশ্বিন মাসই মল মাস পড়ছে।
প্রথম অমাবশ্যা পড়বে, ১৭ সেপ্টেম্বর ও দ্বিতীয় অমাবশ্যা ১৬ অক্টোবর। হিন্দুধর্ম অনুযায়ী, বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্য সিদ্ধান্ত অনুযায়ী মলামাসের পুজো নিষিদ্ধ করা হয়েছে।
দেবী পক্ষ শুরু হবে ১৭ অক্টোবর , তথা প্রতিপদ ও নবরাত্রির প্রথম দিন থেকে।
সাধারণত ভাবে, এই রকম ঘটনা ঘটেছে পূর্বে, ২০০১ ও ১৯৮২ সালে।
[আরো পড়ুন: মহালয়ার ভোরে করা হয় ” তর্পণ”। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার বিশেষ কারণ জেনে নিন]
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো