Skip to content

মহালয়ার ভোরে করা হয় ” তর্পণ” – পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার বিশেষ কারণ জেনে নিন

বাঙালীদের দূর্গাপুজো ভোর বেলায় মহালয়া দিয়েই শুরু হয়। এই দিন দেবী দুর্গা মর্ত্যে আগমন করেন কৈলাস থেকে। এই বছর মহালয়ার পূর্নাঙ্গ সময়সূচী জেনে নিন।

এই দিন অনেক মানুষেরা তাদের পূর্ব পুরুষদের উদ্দেশ্যের গঙ্গায় তর্পণ করেন।

তর্পণ কথাটি আসে “ত্রুপ” শব্দ থেকে যার অর্থ পূর্ব মানুষদের সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা।

যে পিতৃ পুরুষ আত্মা এখনো অন্যত্র জন্ম লাভ করেনি, তারা মর্ত্যে আসে তাদের পরবর্তী প্রজন্মের থেকে তর্পণ পাওয়ার আশায়।

কেন করা হয় পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ?

তর্পণ করার কারণ হিসেবে একটি পৌরাণিক ঘটনার উল্লেখযোগ্য। মহাভারতের কর্ণ , সূর্যদেবের সন্তান ছিলেন খুব সদয় হৃদয়ের ।

মানুষকে ও গরীব দের সোনা, ঐশ্বর্য দান করতেন নির্মল মনে। তাই তাকে বলা হতো দাতা কর্ণ।

তবে পরলোক গমন করার পর, একদিন ক্ষুদার্থ কর্ণ কে সোনার খাদ্য খেতে দেওয়া হয়েছিল। দেবতাদের কারণ জিজ্ঞেস করতেই, তাঁরা বলেন যে চিরকাল তুমি মানুষকে যা দান করেছ, তাই তুমি ফিরে পাবে।

তবে পরে, ঈশ্বরের কৃপা লাভ পেয়েই , ১৬ দিনের জন্য তিনি মর্ত্যে আসার অনুমতি পেয়েছিলেন।

ও সেই কটা দিনেই কর্ণ তার পিতৃ পুরুষ ও গরিব দুঃখীদের অন্ন, জল, খাবার দান করেছিলেন। ও পিতৃ পুরুষদের পিন্ড দান করে, তিনি পুনরায় স্বর্গ লাভ করেন।

পিতৃপুরুষের সন্তুষ্টির কামনা করে এই তর্পণ করা হয়।

শুধু তাই না, বিশ্বাস করা হয় এই দিন পূর্ব পুরুষরা মর্ত্যে আসেন, তাদের সন্তান ও অনুসরণকারী প্রজন্মদের আশীর্বাদ ও সমৃদ্ধি প্রদান করেন।

বহু মানুষ তাঁদের বিগত সব পূর্ব পুরুষদের উদ্দেশ্যে জল, খাদ্য, ও টাকা-কড়ি প্রদান করেন।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন