সম্প্রতি দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে কারণ এখনো আসানসোল ডিভিশন এ প্যাসেঞ্জার ট্রেন চালু হয়নি।
সূত্র অনুযায়ী আসানসোল ডিভিশন এ রেল চলাচল শুরু হবে রেল বোর্ড অনুমোদন দেওয়ার পরই।
মোটামোটি ৩০ জোড়ার এর বেশী ট্রেন চলতে পারে যা সাধারণত ৭০ জোড়া চালানোর কথা।
দুর্গাপুর, পানাগড়, ঝাড়খণ্ডের কয়েকটি স্টেশন এ আর পি এফ মোতায়েন করা হয়েছে।
ডিভিশন এর ডি আর এম সুমিত সরকার আসানসোল রেল ডিভিশন এর কর্মচারী উনিয়নগুলি এবং আর পি এফ সাথে মিটিং করেছেন ট্রেন যাতায়াত চালু করার উদ্দেশ্যে।
আসানসোল ডিভিশনের বিভিন্ন স্টেশন ম্যানেজার এর সাথে আলোচনা করে স্থির করছেন ট্রেন যাতায়াত এর সময় এবং তা রেলের সদর দপ্তরে পাঠানো হয়েছে।
সূত্র অনুযায়ী, চলতি মাসের শেষের থেকে ট্রেন চলতে পারে বলে আশা রেল আধিকারিকরা।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023
- ভারতে নাম ধরে অনলাইনে ভোটার ID কীভাবে সন্ধান করবেন
- Aadhaar Update History: কিভাবে চেক ও ডাউনলোড করবেন জানুন
- বিয়ের পর ভোটার কার্ড কীভাবে স্থানান্তর (ঠিকানা পরিবর্তন) করবেন ২০২৩