করোনা কালে, লকডাউনের সময় থেকে বন্ধ লোকাল ট্রেন। দূরপাল্লার ট্রেন চালাতে সবুজ সিগনাল মিললেও, রাজ্যের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্তে এখনো পর্যন্ত কোনো শিলমোহর পড়েনি।
এদিকে ধীরে ধীরে চালু হয়েছে বাস পরিষেবা, মেট্রো রেল পরিষেবা। লোকাল ট্রেন চালু না হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ইতিমধ্যেই, লোকাল ট্রেন চালানোর দাবীতে বহু জায়গায় বিক্ষোভ আন্দোলন করেছেন সাধারণ মানুষেরা। কোনটাই ফলপ্রসূ হয়নি।
অবশেষে লোকাল ট্রেন চালাতে চেয়ে, পূর্ব রেল কর্তৃপক্ষকে চিঠি পাঠালো রাজ্য সরকার। শনিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী।
চিঠিতে রাজ্য সরকার অনুরোধ জানিয়েছেন, শারীরিক দূরত্ব এবং যথাযথ নিয়ম মেনে সকালে এবং বিকেল-সন্ধ্যায় ট্রেন চালানো যেতে পারে। তবে এই বিষয়ে, আলোচনা হবে পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে।
চিঠিতে রাজ্য সরকার শনিবার হাওড়া স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতির কথা জানিয়ে বলেছেন যে, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিশেষ ট্রেন পরিষেবা চালু করলেও তাতে ওঠার অনুমতি দেওয়া হয় কেবলমাত্র নিজেদের কর্মীদের জন্য।
প্রসঙ্গত উল্লেখ্য, শারীরিক দূরত্ব বজায় রেখে মেট্রো পরিষেবা যাতে শুরু হয় তার জন্য রেলকে সমস্ত রকম সহযোগিতা করেছিল রাজ্য সরকার।
শুধু তাই নয়, ভিন রাজ্য থেকে আশা বিশেষ ট্রেন যাতে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তার সমস্ত রকম সরঞ্জাম করেছিল রাজ্য সরকার।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ