Skip to content

কলকাতা সিটি ন্যাশনাল আরবান হেলথ মিশনা নিয়োগ – নূন্যতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ – কর্মখালি: ২৬

কলকাতা সিটি ন্যাশনাল আরবান হেলথ মিশন, ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

কর্মখালি:- ২৬

আবেদন পদ্ধতি:– অফলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের ওপর চোখ রাখুন।

যোগ্যতা:-

আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা অংকে গ্রাজুয়েট।

তাছাড়া, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

আবেদনকারীর MS OFFICE এবং ইন্টারনেট এর ব্যাপারে নূন্যতম জ্ঞান থাকা জরুরী।

আবেদনকারীকে পশ্চিমবঙ্গবাসী হতে হবে।

মাসিক বেতন:- ১৭,২২০/-

বয়স সীমা:- ৪০ বছর (০১/০৮/২০২০ অনুসারে)
SC/ST/OBC/PWD দের জন্য বয়স সীমার উপরে ছাড় থাকবে।

নির্বাচন পদ্ধতি:-

আবেদনকারীদের নির্বাচন হবে মেধা এবং প্রাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে।

এরপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাদের নির্বাচিত করা হবে এবং তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে।

প্র্যাকটিক্যাল পরীক্ষায় যারা ৪০% এর বেশি মার্কস পাবে, তারা এই চাকরির জন্য নির্বাচিত হবে।

আবেদন পদ্ধতি:-

ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা তাদের এই চাকরির জন্য আবেদন নিম্নে প্রদত্ত ঠিকানায় জমা দিতে পারেন।

আবেদনপত্রের বিন্যাস নিচে প্রদত্ত ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

ঠিকানা:- ৫, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, কলকাতা- ৭০০০১৩, দ্বিতীয় তলা, ঘর নম্বর:- ১৪৭।

ওয়েবসাইট:- www.kmcgov.in

উল্লেখযোগ্য তারিখ এবং সময়:-

আবেদনকারীরা ওপরে প্রদত্ত ঠিকানায় আবেদনপত্র জমা দিতে পারে ১০/০৮/২০২০ থেকে ১৯/০৮/২০২০ এর মধ্যে সকাল ১১.৩০ থেকে বিকেল ৪.০০ টে পর্যন্ত এবং শনিবার সকাল ১১.৩০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত। (ছুটির দিন বাদে)

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন কলকাতা সিটি ন্যাশনাল আরবান হেলথ মিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন