Skip to content
kalighat temple to reopen soon

শীঘ্রই ভক্তদের জন্য খুলছে কালীঘাট মন্দির – জেনে নিন কবে

কলকাতা: করোনা সংক্রমণ এর জেরে অনেক দিন বন্ধ ছিল মন্দির ও বাকি ধর্মীয় স্থান।

অবশেষে ৯৩ দিনের অপেক্ষা কাটিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দির।

আগামী পয়লা জুলাই থেকে ভক্তদের জন্য মায়ের মন্দির খুলে দেবার সিদ্ধান্ত নিলেন মন্দির কতৃপক্ষ।

গত ৮ জুন সমস্ত ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছেন রাজ্য সরকার। কিন্তু বিশেষ বিধিনিষেধ মেনেই খুলবে মন্দির চত্বর।

ভক্তরা সেখানে বিশেষ নিয়ম কানুন মেনেই প্রবেশ করতে পারবেন।

কালীঘাট মন্দিরের ঢোকার বিশেষ নিয়ম গুলি হলো:

● সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা অনিবার্য বলে দেওয়া হয়েছে।

● সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ও বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।

● একবারে ১০ জনের বেশি মন্দিরের প্রবেশ করা যাবেনা।

● শুধু মন্দিরেই প্রবেশ করতে পারবেন ভক্তজন ,তবে গর্ভগৃহে প্রবেশ করা নিষেধ।

● পুজো দেওয়াও এখন যাবেনা বলে জানিয়েছেন মন্দিরের কর্তা রা।

রাজ্যের অনেক ছোট বড় মন্দির আগেই খুলে দেওয়া হয়েছে নিয়ম মেনেই।

এবার কালীঘাট মন্দির ও সেই নিয়ম মেনেই খুলে দেওয়া হবে।

ভক্তরা এই নিয়ম গুলির সম্পূর্ণ পালন করবে বলেই আসা করছেন মন্দির কতৃপক্ষ।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group