করোনা আবহে বন্ধ সমস্ত জমায়েত এবং মেলা। অতিমারির সময়ে স্থগিত রাখতে হয়েছিল শান্তিনিকেতনের পৌষ মেলা।
তবে, মেলাপ্রেমী মানুষদের খেদ কিছুটা মেটাতে রয়েছে সুখবর। পৌষ মেলা স্থগিত থাকলেও মিলেছে জয়দেব-কেন্দুলী মেলার অনুমতি। মেলা হবে দুই দিনের জন্য।
গত বুধবার জয়দেব-কেন্দুলী গ্রাম পঞ্চায়েতে মেলা নিয়ে মেলা কমিটির বৈঠক হয় বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে। এই বৈঠকে সমস্ত করোনা বিধি মেনে দুই দিনের জন্য মেলার আয়োজন করার সিদ্ধান্তে উপনীত হওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা প্রশাসনের আধিকারিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিরা।
তবে আপাতত এই সিদ্ধান্তে উপনীত হলেও, গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্ট কি রায় দেয়, তার ওপর সমস্তটা নির্ভর করছে।
যদি হাইকোর্ট গঙ্গাসাগর মেলায় অনুমতি না দেয়, সেক্ষেত্রে জয়দেব-কেন্দুলী মেলাও স্থগিত থাকতে পারে এই বছরের মতো।
প্রশাসনিক সূত্রে জানা গেছে,এই মেলায় জনসমাগম রোধ করার সমস্ত প্রচেষ্টা চালানো হবে, এবং মেলা হবে করোনা বিধি মেনেই। এবারের মেলায় থাকবে মোট ১৫২ টি বাউলের আখড়া।
মেলায় শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষ অথবা ব্যাক্তি দোকান বসাতে পারবে না। মেলার যাবতীয় নিরাপত্তা রক্ষার্থে মোতায়েন থাকবে পুলিশ বাহিনী।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২২
- ৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত
- Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
- দুর্গাপুর থেকে গুয়াহাটির ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মার্চ মাসেই
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২২ (নতুন পদ্ধতি)
- ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বর অনলাইনে কীভাবে পাবেন ২০২২
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রে শিশুর নাম রেজিস্ট্রেশন ২০২২
- দুর্গাপুর বিমানবন্দর থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত বাস পরিষেবা চালু