Skip to content

৫ টি জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ০৫

জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট IV (ইলেকট্রিক্যাল)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট IV – ০৩

জুনিয়ার কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট- ০১

জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট IV (ফায়ার এন্ড সেফটি) -০১

কর্মস্থান:- হলদিয়া

আবেদন পদ্ধতি:- অনলাইন

শিক্ষাগত যোগ্যতা:-

আবেদনকারীদের ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বরের সঙ্গে।
অথবা আবেদনকারীদের পদার্থবিদ্যা, রসায়ন অথবা গণিতে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বরের সঙ্গে স্নাতকোত্তর হতে হবে।

মাসিক বেতন:- ₹২৫,০০০-১,০৫,০০০/-

শিক্ষাগত যোগ্যতা সম্মন্দে আরো ভালো ভাবে জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন

নির্বাচন পদ্ধতি:-

যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে পরীক্ষার মাধ্যমে। তাছাড়াও পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

পরীক্ষার সম্ভাব্য তারিখ ০৩ জানুয়ারি, ২০২১।

পরীক্ষার সঠিক তারিখ, সময় এবং স্থান পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে, অথবা পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট সমস্ত তথ্য পেয়ে যাবে।

আবেদন পদ্ধতি:-

ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি সম্মন্দে আরো জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন

অফিশিয়াল ওয়েবসাইট:- https://iocl.com/

অনলাইন আবেদনের সূচনা:- ০৭/১২/২০২০

পরীক্ষার তারিখ:- ০৩ জানুয়ারি, ২০২১।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)এর অফিশিয়াল ওয়েবসাইটে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন