গ্রীষ্মের দাবদাহে মানুষ অতিষ্ঠ। পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরম। গরম থেকে বাঁচতে এসি অথবা এয়ার কুলার এর সান্নিধ্যে এসেছেন অনেকেই।
গরম পড়ার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে এসি এবং এয়ার কুলার এর চাহিদা, রমরমিয়ে বিক্রি হচ্ছে সমস্ত দোকানে।
শুধুমাত্র ফ্যানের হাওয়ায় স্বস্তি খুঁজে পাওয়া ক্রমে দুষ্কর হয়ে পড়ছে।
তাই এসি অথবা এয়ার কুলার এর শরণাপন্ন হচ্ছেন আমজনতা।
কিন্তু, সাধ থাকলেই সাধ্য নেই অনেকেরই। তাই তাদের জন্য রইলো এসি অথবা এয়ার কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার কয়েকটি অনবদ্য উপায়।
১. ঘরে যদি ভেন্টিলেটর থাকে তাহলে খুবই ভালো
ঘরের মধ্যে বাতাস ক্রমে গরম হলে তা ক্রমে হালকা হতে থাকে, এবং ওপরে উঠে যেতে থাকে।
এরপর সেই গরম বাতাস ভেন্টিলেটরের সাহায্যে ঘরের বাইরে বেরিয়ে যায়।
ঠিক একই সময়ে শূন্য স্থান পূরণ করতে ঘরে এসে ঢোকে অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস। এভাবেই ভেন্টিলেটর ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
ঘরে যদি ভেন্টিলেটর না থাকে তবে ঘরের মধ্যে যে জনলাগুলি দিয়ে হাওয়া চলাচল করে সেই জানলাগুলি খুলে রাখার চেষ্টা করুন।
তাতে ঘরে বাতাস চলাচল হবে , এবং ঘর অপেক্ষাকৃত ঠান্ডা থাকবে।
আরো পড়ুন: জেনে নিন গরমে হিটস্ট্রোক থেকে বাঁচার ৫ টি উপায়
২. দুপুরে জানলা না খুলে রাখার চেষ্টা করুন
দুপুরের দিকে সূর্যের তাপ প্রখর থাকে এবং বাইরে লু বইতে থাকে। তাই চেষ্টা করুন দুপুরে জানলা না খুলে রাখার।
সূর্যাস্তের পর বিকেলে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। চেষ্টা করুন ওই সময়ে ঘরের দরজা জানলা খুলে রাখার।
এতে ঘরের গুমোট ভাব দুর হবে, এবং ঠান্ডা হবে ঘরও।
৩. চেষ্টা করুন ঘরের জানলায় সাদা পর্দা লাগানোর
সাদা রঙের বস্তু অন্যান্য রঙের তুলনায় কম তাপ এবং আলো শোষণ করে এবং অন্যান্য রঙের তুলনায় বেশি তাপ এবং আলো প্রতিফলিত করে।
তাই ঘরের জানলায় সাদা সুতির পর্দা লাগালে তা সূর্যের আলো এবং তাপ ঘরের বাইরে প্রতিফলিত করে।
তাছাড়াও পুরোনো দিনে ঘর ঠান্ডা রাখার জন্য ব্যাবহার করা হতো খসখস। এতে সবচেয়ে ভালো তাপ আটকায়। তবে ভালো ফলের জন্য খসখস জলে ভিজিয়ে জানলায় টাঙানো হয়।
জলে ভেজানো খসখস ঘরের বাতাস থেকে লীন তাপ গ্রহণ করে, এবং এরফলে ঘরের তাপমাত্রা কম থাকে।
তবে যদি খসখস না থাকে তবে আপনি জলে ভেজানো কাপড় বা তোয়ালেও ব্যবহার করতে পারেন।
৪. ঘর এবং তার আশপাশের তাপমাত্রা কম রাখতে প্রচুর পরিমাণে গাছ লাগান
বড়ো গাছ থাকলে সেই গাছের ছায়া সূর্যের তাপ এবং আলো প্রতিরোধ করতে সাহায্য করে।
তাছাড়াও দেখা গেছে চারপাশে গাছ থাকলে তাপমাত্রা কম থাকে।
৫. ঘরের ছাদে সাদা রং করুন
ঘরের ছাদ সাদা রঙে রং করতে পারেন। এর ফলে সূর্যের আলো কম শোষিত হবে, অধিকাংশ সূর্যের আলো প্রতিফলিত হয়ে যাবে।
ফলে, স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকবে ঘর।
৬. ফ্যান এর সামনে বরফের টুকরো রাখুন
কিছু বরফের টুকরো একটি বাটিতে রেখে তা রাখতে পারেন ফ্যানের সামনে।
বরফ গলতে শুরু করলে সেই ঠান্ডা হাওয়া ফ্যানের হাওয়ার সাথে ছড়িয়ে পড়বে সারা ঘরে, ফলে ঠান্ডা থাকবে ঘর।
এই পদ্ধতিগুলি যদি আপনি ব্যবহার করেন, তবে ঘর থাকবে ঠান্ডা অথবা এয়ার কুলার ছাড়াই।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো