করোনা আবহে স্যানিটাইজার এর চাহিদা এখন আকাশ ছোঁয়া। রমরমিয়ে বিক্রি হচ্ছে স্যানিটাইজার।
এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেছেন অসাধু ব্যাবসায়ীরা।
নকল স্যানিটাইজার তৈরি করে বাজারে বিক্রি শুরু করেছেন তারা।
সাধারণ মানুষ সেই সব স্যানিটাইজার কিনছেন এবং তাতে মুনাফার মুখ দেখছেন অসাধু ব্যবসায়ীরা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে ফল হতে পারে হিতে বিপরীত।
সাধারণ হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে। তার সঙ্গে মেশানো হয় অ্যালোভেরা জেল এবং অক্সিডেন্ট।
স্বাভাবিক ভাবেই দাম বেশি হয় এই ধরনের হ্যান্ড স্যানিটাইজার গুলির।
[আরো পড়ুন: সত্যিই কি বাতাসের মাধ্যমে সংক্রমণ করোনার? – ব্যাখ্যা WHO এর মুখ্য বৈজ্ঞানিকের ]
কিন্তু অসাধু ব্যবসায়ীরা আইসোপ্রোপাইল অ্যালকোহলের বদলে ব্যবহার করছেন মিথাইল অ্যালকোহল। তাতে স্বাভাবিক ভাবেই দাম কম পড়ছে এই স্যানিটাইজার এর।
কিন্তু আদৌ কি এই ধরনের স্যানিটাইজার ত্বকের জন্য উপকারী?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মিথাইল অ্যালকোহল মানবদেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।
বহুদিন ধরে মানবদেহে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজার এর দাম হতে পারে প্রায় ২০০-৩০০ টাকা, এবং মিথাইল অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজার এর দাম পড়ে প্রায় ৩০-৫০ টাকা প্রতি লিটার।
স্বাভাবিক ভাবেই কম দামের স্যানিটাইজার কেনার দিকেই ঝোঁকেন আমজনতা।
এতে ফল হতে পারে বিপরীত।
আন্তর্জাতিক পুলিশ ইতিমধ্যেই জানিয়েছেন ভারত সহ বিশ্বের অনেক দেশেই এই নকল স্যানিটাইজার তৈরির ব্যবসা চলছে রমরমিয়ে।
চর্মরোগের আশঙ্কা বাড়ছে তার থেকে।
ভারতে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, হরিয়ানায় মত জায়গায় এই ব্যবসা চলছে বলে জানিয়েছেন পুলিশরা।
সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এই ধরনের স্যানিটাইজার ব্যবহার করতে বারণ করেছেন বিশেষজ্ঞরা।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩