দীর্ঘ দিনের প্রতিক্ষার পর অবশেষে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে শনিবার থেকে । এই টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েই বিভিন্ন প্রকার গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
স্বভাবতই টিকাকরণ নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে জনসাধারণের মনে। টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দ্বিধা বোধ করছেন তারা। সরকারের তরফ থেকে বারবার টিকাকরণ নিয়ে ভরসা জোগানো হলেও তা কার্যকরী হচ্ছে না।
তাই এই গুজব রুখতে, এবার নেওয়া হবে কড়া পদক্ষেপ। কে বা কারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছেন, তার ওপর রাখা হবে নজরদারি।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রতিটি টিকাকরণ কেন্দ্রে, ‘রিউমার রেজিস্টার’ রাখা হবে, যেখানে সোশ্যাল মিডিয়ায় যে সকল ব্যক্তি গুজব ছড়াচ্ছেন তাদের নাম লিপিবদ্ধ করা হবে।
আরো পড়ুন: কারা নিতে পারবেন করোনা ভ্যাকসিন, এবং কারা নিতে পারবেন না জেনে নিন এক নজরে
শুধু তাই নয়, টিকাকরণের পর যিনি টিকা নিলেন, তার মতামতও নথিভূক্ত করা হবে। প্রয়োজনে, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো ব্যক্তিদের উপর নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে যে, টিকাকরণের পর ওই ব্যক্তিকে ন্যূনতম আধঘন্টা থাকতে হবে কেন্দ্রে। টিকা নেওয়ার পর কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা, তা নজরে রাখার জন্য থাকবেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। প্রয়োজনে, ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থারও বন্দোবস্ত থাকবে।
টিকাকরণ নিয়ে যে কোনো সংশয় নির্মূল করে তবেই সুষ্ঠ টিকাকরণ শুরু হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ