Skip to content

কোনো নথি ছাড়াই পাওয়া যাবে অধার কার্ড, জানালো UIDAI

ভারতীয় জনতার কাছে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।

এই আধার কার্ডে নথিভুক্ত থাকে ভারতীয় নাগরিকের সচিত্র পরিচয়, এমনকি তার ফিঙ্গার প্রিন্ট ও রেটিনা স্ক্যানিংও। সুতরাং নিরাপত্তার দিক থেকে এই আধার কার্ড যথেষ্ট নির্ভরযোগ্য।

এই আধার কার্ডে নাম নথিভুক্ত করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই।

তাই এই সমস্যা দুর করতে কেন্দ্রীয় সরকার একটি নতুন নিয়ম ঘোষণা করেছেন, যার ফলে হয়রানি মুক্ত আধার পরিষেবা পাবেন জনগণ।

UIDAI জানিয়েছে যে, এবার নথি ছাড়াই আধার কার্ড পাবেন নাগরিকরা।

তবে এই পরিষেবা পেতে গেলে দরকার পড়বে একজন ইন্ট্রোডিউসারের এবং সেই ইন্ট্রোডিউসারকে আধার কার্ড নথিভুক্ত হতেই হবে। সেটা পরিবারের বয়ঃজ্যেষ্ঠ বা অন্য কেউ‌ও হতে পারেন।

[আরো পড়ুন: দেখে না কিনলে স্যানিটাইজার থেকে ছড়াতে পারে বিষ – সতর্ক বার্তা বিশেষজ্ঞদের ]

খুব সহজ পদ্ধতিতেই মিলবে নতুন আধার কার্ড। এর জন্য কয়েকটি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে –

• নিকটবর্তী আধার কার্ড এনরোলমেন্ট সেন্টারে আপনাকে যেতে হবে।

• আধার কার্ড নথিভুক্তকরন অথবা আধার কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করতে হবে।

• আধার রিজিওনাল অফিসে ইন্ট্রোডিউসারের স্বাক্ষর করা এবং উপযুক্ত প্রমাণ সহ সেই সার্টিফিকেট জমা করতে হবে।

এই পদ্ধতিতেই তিন মাসের মধ্যে নতুন আধার কার্ড পাবেন নতুন আবেদনকারীরা।

অনুমান করা হচ্ছে আধার নথিভুক্ত করতে মানুষের যে হয়রানি হয়, তা লাঘব হবে নতুন এই পদ্ধতি অনুসরণ করলে।

সমস্ত আধার কেন্দ্রগুলিতে সরকারি নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। এই নতুন পদ্ধতিতে যথেষ্ট সুবিধা পাবেন ভারতীয় জনগণ।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন