দুর্গাপুর নগর নিগম মোট ১৩৫ টি শূন্যপদে (গ্রুপ-D) sweeper mate, Mate, Electrician Helper, Peon/Orderly/Messenger, Helper from Gangeman, Helper/Cleaner/Attendant, Sweeper, Helper (Tube Well), Plumbing Helper, Pipeline Helper, Mazdoor পদে নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
মোট পদ সংখ্যা:- ১৩৫
কর্মস্থান:- দুর্গাপুর নগর নিগম, সিটি সেন্টার, দুর্গাপুর-১৬
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন পত্র দুর্গাপুর নগর নিগমের নির্দিষ্ট ড্রপ বাক্সে জমা করতে পারেন।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

নির্বাচন পদ্ধতি:- যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
ইন্টারভিউয়ের সঠিক তারিখ, স্থান এবং সময় আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে উপযুক্ত পদপ্রার্থীদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগের মাধ্যমে।
আবেদন পত্র পরীক্ষার পর উপযুক্ত পদপ্রার্থীদের নাম দুর্গাপুর নগর নিগমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ফর্ম A4 কাগজে প্রিন্ট করে, কালো বল পেনে পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদনপত্রে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ফটো লাগাতে হবে।
নিম্নলিখিত নথির ফটোকপি ফর্মের সঙ্গে জমা দিতে হবে:-
• বয়সের প্রমাণপত্র
• জাতিগত শংসাপত্র
• অভিজ্ঞতা শংসাপত্র
• প্রতিবন্ধী শংসাপত্র
• শিক্ষাগত শংসাপত্র
সমস্ত নথি সহ আবেদনপত্র দুর্গাপুর নগর নিগমের নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট:- www.durgapurmunicipalcorporation.org
আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ:- ১৫/০১/২০২১, বিকেল ৫ টা পর্যন্ত।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন দুর্গাপুর নগর নিগম-এর অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- আপনার বাইক বা গাড়িতে নমিনি কীভাবে যুক্ত করবেন অনলাইনে
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩