Skip to content

করোনাসংক্রমণ এড়াতে দুর্গাপুর নগর নিগমের নয়া উদ্যোগ “ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট”

দুর্গাপুর: দেশে করোনা পরিস্থিতি ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে। রাজ্যেও করোনা সংক্রমনের  এবং মৃতের সংখ্যা যথেষ্ট ঊর্ধ্বমুখী। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, হাসপাতাল বা নার্সিংহোম গুলিতে বেড পাওয়া যাচ্ছে না।

আবার এই পরিস্থিতির দোসর অক্সিজেনের ঊর্ধ্বমুখী চাহিদা এবং নিম্নমুখী যোগান।পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকেরা নাজেহাল। এর মধ্যেই সমীক্ষায় জানানো হয়েছে করোনার তৃতীয় ঢেউ আসন্ন।

ক্রমশ বাড়তে থাকা এই পরিস্থিতি সামাল দিতে নয়া উদ্যোগ শুরু করলো দুর্গাপুর নগর নিগম। বিনামূল্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করা হল। এতে অনেকেই উপকৃত হবেন বলে আশা করা যায়।

দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানু স্টেডিয়ামে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে প্রথমদিন শুরু হয় এই বিনামূল্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরিষেবা।

প্রথমদিনই করোনা পরীক্ষা করানোর জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৫০ জন মানুষের পরীক্ষা করা সম্ভব এই পরিষেবায়।

করোনা মোকাবিলায় অনির্দিষ্টকালের জন্য টানা এই পরিষেবা চলবে বলে এও জানানো হয়েছে নগর নিগমের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

নগর নিগমের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি দুর্গাপুরবাসী।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন