Skip to content

দ্রুত বদলে ফেলা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট

গত ৩১ অক্টোবর গভীর রাতে বিপর্যস্ত হয় দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট।



আপদকালীন পরিস্থিতিতে প্রায় ১৫৪ ঘন্টা টানা অক্লান্ত পরিশ্রমের পরে মেরামতি শেষ হয় ব্যারেজের ৩১ নম্বর লকগেটের।

বিপর্যয় মোকাবিলায় পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল সরবরাহ বন্ধ রেখে দামোদরের জলস্তর নামিয়ে সরানো হয় লকগেট।



এরপরে স্বভাবতই জল সরবরাহ ব্যাহত হয়ে পড়ে গোটা দুর্গাপুরে।

৩১ নম্বর লকগেট মেরামতির সময় মোট ৩৪ টি লকগেটই লাগানোর সারানোর প্রতিশ্রুতি দিয়েছিলন সেচ দপ্তরের আধিকারিকরা।

এবার সেই মোতাবেক ৩১ নম্বর লকগেট খুলে দেওয়ার কাজ শুরু হলো জোরকদমে। এর বদলে শীঘ্রই লাগানো হবে নতুন লকগেট।

নতুন লকগেট লাগাতে সময় লাগবে ককমপক্ষে ৩-৪ দিন। তবে নতুন লকগেট লাগানোর কাজ চলাকালীন শহরবাসীকে কোনোভাবেই কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বলে আশ্বাস দিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকরা।



সুতরাং, জল সরবরাহ কোনোভাবেই ব্যাহত হবে না বলে জানা গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে।

পুরোনো দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে মেরামত করা লকগেটের ওপর ভরসা না করে নতুন লকগেট লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর।

এই নতুন লকগেট লাগানোর জন্য দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল কিছুক্ষনের জন্য ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে কতৃপক্ষের তরফ থেকে।

তবে, লকগেট সরানো হয়ে গেলে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে বলে জানানো হয়েছে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন