Skip to content

ফের ভেঙেছে দুর্গাপুর ব্যারেজ এর গেট? – এই আতঙ্কের অবসান করলো মহকুমা প্রশাসন

দুর্গাপুর: দীর্ঘ ৭ দিন এর অপেক্ষার পর আজ, শনিবার সকাল বেলায় জল পেলো দুর্গাপুরবাসী।দুর্গাপুর ব্যারেজ এর ৩১নম্বর লক গেট সারাতে সময় লেগেছিলো ৬দিন এর ওপর।এবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও দেখে আবার ও কপালে ভাঁজ পড়েছে দুর্গাপুরবাসীর।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চিন্তা বেড়েছিল দুর্গাপুরবাসীর।

ভিডিও তে দেখা যাচ্ছে ঠিক যেমন ৩১শে অক্টোবর জল বের হচ্ছিলো ৩১ নম্বর লক গেট দিয়ে, তেমনই আজ সকালে ৩০ নম্বর লক গেট দিয়া জল বেরোচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী সেচ দপ্তর ও মহকুমা প্রশাসন জানিয়েছেন সকালে ৩০ নম্বর গেট দিয়া যে জল বেরোচ্ছিল তার সমাধান হয়ে গেছে।তারা এটাও জানিয়েছেন যে ৩১ নম্বর লক গেট দিয়ে যে জল বেরোচ্ছে তা একেবারেই স্বাভাবিক। যে কেন বড়ো মেরামত এর পর এইরকম জল বেরোয়। তবে এটি সেরকম কোনো বড়ো ব্যাপার নয় আর সেই কারনেই চিন্তা করার মতো কিছু নেই।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন