দুর্গাপুর: দীর্ঘ ৭ দিন এর অপেক্ষার পর আজ, শনিবার সকাল বেলায় জল পেলো দুর্গাপুরবাসী।
দুর্গাপুর ব্যারেজ এর ৩১নম্বর লক গেট সারাতে সময় লেগেছিলো ৬দিন এর ওপর।
এবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও দেখে আবার ও কপালে ভাঁজ পড়েছে দুর্গাপুরবাসীর।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চিন্তা বেড়েছিল দুর্গাপুরবাসীর।
ভিডিও তে দেখা যাচ্ছে ঠিক যেমন ৩১শে অক্টোবর জল বের হচ্ছিলো ৩১ নম্বর লক গেট দিয়ে, তেমনই আজ সকালে ৩০ নম্বর লক গেট দিয়া জল বেরোচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী সেচ দপ্তর ও মহকুমা প্রশাসন জানিয়েছেন সকালে ৩০ নম্বর গেট দিয়া যে জল বেরোচ্ছিল তার সমাধান হয়ে গেছে।
তারা এটাও জানিয়েছেন যে ৩১ নম্বর লক গেট দিয়ে যে জল বেরোচ্ছে তা একেবারেই স্বাভাবিক। যে কেন বড়ো মেরামত এর পর এইরকম জল বেরোয়। তবে এটি সেরকম কোনো বড়ো ব্যাপার নয় আর সেই কারনেই চিন্তা করার মতো কিছু নেই।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023
- ভারতে নাম ধরে অনলাইনে ভোটার ID কীভাবে সন্ধান করবেন
- Aadhaar Update History: কিভাবে চেক ও ডাউনলোড করবেন জানুন
- বিয়ের পর ভোটার কার্ড কীভাবে স্থানান্তর (ঠিকানা পরিবর্তন) করবেন ২০২৩