এবার পশ্চিমবঙ্গের শিল্প নগরী থেকে সিলিকন ভ্যালিতে যাত্রা হবে আরো মসৃণ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে চলেছে অন্ডাল-বেঙ্গালুরু উড়ান।
কর্মক্ষেত্রে হোক কিংবা চিকিৎসাজনিত কারণ, দুর্গাপুরবাসীর বেঙ্গালুরু যাত্রা খুব একটা সুখময় ছিল না, ছিল যথেষ্ট সময়সাপেক্ষ। তাই দুর্গাপুরবাসীদের বহুদিনের আক্ষেপ ছিল অন্ডাল-বেঙ্গালুরু সংযোগকারী বিমানের।
তাই যাত্রীদের অনুরোধ এবং দাবিকে মান্যতা দিয়েই, খুব শীঘ্রই শুরু হচ্ছে অন্ডাল-বেঙ্গালুরু সংযোগকারী বিমান পরিষেবা। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বিশেষ বিমান পরিষেবা।
বর্তমানে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লির উড়ান চালু রয়েছে সাপ্তাহিক সাত দিনের জন্যই। দিল্লিগামী বিমানের পাশাপাশি মুম্বাই এবং চেন্নাইগামী বিমান পরিষেবা এই বিমানবন্দর থেকে উপলব্ধ হয় সাপ্তাহিক তিন দিন, সোমবার, বুধবার এবং শুক্রবারে।
বেঙ্গালুরুগামী বিমান পরিষেবাও উপলব্ধ হবে সপ্তাহে তিন দিনের জন্য। অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বেঙ্গালুরুগামী বিমান সিলিকন ভ্যালির উদ্দেশ্যে রওনা দেবে।
সপ্তাহে তিন দিনই বেঙ্গালুরুতে সকাল ৫:৩৫ ছেড়ে বিমান অন্ডালে অবতরণ করবে সকাল ৭:৪৫। আবার অন্ডাল থেকে বিমানটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে সকাল ৮টা বেজে ২৫ মিনিট নাগাদ।
এই বিমান বেঙ্গালুরুর মাটি স্পর্শ করবে দুপুর ১১ টা নাগাদ।
অন্ডাল-বেঙ্গালুরু উড়ানের সময়সূচি:
ROUTE | DEP | ARRIVAL | DAYS | BOOK NOW |
---|---|---|---|---|
BLR – RDP | 5:35 | 7:45 | MON, TUE, FRI | BOOK NOW * |
RDP – BLR | 8:25 | 11:00 | MON, TUE, FRI | BOOK NOW * |
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ