Skip to content

বিভিন্ন পদে কর্মী নিয়োগ – জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি

জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ল্যাব টেকনিশিয়ান, ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার, ডিস্ট্রিক্ট কনসোনেন্ট এন্ড কোয়ালিটি মনিটরিং এবং ফিজিওথেরাপিস্ট ও ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

কর্মখালি:- ১০ (ল্যাব টেকনিশিয়ান ও ফিজিওথেরাপিস্ট পদে তিনজন করে কর্মী এবং বাকি 4 টে পদে একজন করে কর্মী নিয়োগ)

কর্মস্থান:- জলপাইগুড়ি

আবেদন পদ্ধতি:- অনলাইন

তুই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের উপর চোখ রাখুন।

যোগ্যতা:-

• ল্যাব টেকনিশিয়ান পদের জন্য মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রী অথবা ডিপ্লোমা।
• নূন্যতম কম্পিউটারের জ্ঞান।
• ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার পদের জন্য MBBS/ডেন্টাল/নার্সিং/জীবন বিজ্ঞানে স্নাতক।
• DCQM তোদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিসটিকস এর ডিগ্রী।
• ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স সীমা:- সর্বোচ্চ ৪০ বছর ( ০১/০১/২০২০ অনুসারে)

আবেদন পদ্ধতি:-

আগ্রহী এবং যোগ্য আবেদনকারী জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি অথবা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাবেন।

সেই আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অফিসে।

অ্যাপ্লিকেশন ফি বাবদ আবেদনকারীদের দিতে হবে ১০০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই টাকা জমা দেওয়া যাবে।

জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অফিশিয়াল ওয়েবসাইট:- www.Jalpaigurihealth.com

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট:- www.wbhealth.gov.in

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদনের সূচনা:- ০৫/০৮/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ২৬/০৮/২০২০

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি অথবা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন