Skip to content

অ্যাকাউন্ট ম্যানেজার, নার্স, গ্রুপ ডি কর্মচারী সহ আরো বহু পদে নিয়োগ দার্জিলিং স্বাস্থ্য দপ্তরের- নূন্যতম যোগ্যতা:- দশম শ্রেণী/দ্বাদশ শ্রেণী

ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, (DHFW) দার্জিলিং, অ্যাকাউন্ট ম্যানেজার, মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, নার্স, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাইকোলজিস্ট, কমিউনিটি নার্স, সোশ্যাল ওয়ার্কার, মেডিকেল রেকর্ড কিপার, কাউন্সিলর, ফিজিওথেরাপিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, সেনিটারি এটেনডেন্ট, ফার্মাসিস্ট টেকনিক্যাল সুপারভাইজার, একাউন্টেন্ট, কেরানি, গ্রুপ ডি পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

পদ সংখ্যা:- ৪০

কর্মস্থান:- দার্জিলিং

পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের ওপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:-

দশম শ্রেণী/দ্বাদশ শ্রেণী/স্নাতক/স্নাতকোত্তর/ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ডিগ্রী, মেডিকেল ডিগ্রী/MBBS, CA/ICAI/CS

(প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, দার্জিলিংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন)

মাসিক বেতন:– ৭,৫০০-৪০,৫০০/-

সর্বোচ্চ বয়সসীমা:- ৪০-৬৩ বছর (পদ ভিত্তিতে সর্বোচ্চ বয়সসীমা ভিন্ন ভিন্ন)

নির্বাচন পদ্ধতি:-

যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে পরীক্ষা, ইন্টারভিউ এবং বিভিন্ন পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
ইন্টারভিউয়ের সঠিক স্থান, সময় ও দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে।

আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা নিম্নে প্রদত্ত e-mail id তে নিজেদের আবেদনপত্র এবং সমস্ত নথি পাঠাতে পারেন।

E-mail id:- [email protected]

অফিশিয়াল ওয়েবসাইট:- http://darjeeling.gov.in

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদনের সমাপ্তি:- ২৫/০৮/২০২০

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, দার্জিলিংয়ের অফিশিয়াল ওয়েবসাইট।

বিজ্ঞপ্তি

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন