New Delhi: চীন ভারত সীমান্তে উত্তপ্ত রণনীতি চলছে বর্তমানে।
লাদাখ সীমান্তে চিনা সেনা আগ্রাসী মনোভাবের পরিচয় দিয়েছে।
চীনের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন ২০ জন ভারতীয় সেনা। এই উত্তপ্ত রণনীতির মধ্যে গত সোমবার ভারত সরকার ৫৯ টি চীনা অ্যাপের ব্যবহারের ওপর নিষেদাজ্ঞা জারি করেছে।
এই অ্যাপগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ হলো টিকটক। কেন্দ্রের দাবী, এই চিনা অ্যাপগুলোর মাধ্যমে “ডাটা মাইনিং” চালাতো চিনা সরকার, এবং তা ক্রমে সাইবার যুদ্ধের দিকে উপনীত হতে পারে।
বলা হচ্ছে অ্যাপল, তাদের বিশেষ প্রযুক্তির সাহায্যে জানতে পেরেছে চিনা সরকার, ভারতের টিকটক ব্যবহারকারীদের ফোনের ক্লিপবোর্ড অ্যাকসেস করে তাদের তথ্যের ওপর নজরদারি চালাতো।
বর্তমানে ভারত সরকার সকল ইন্টারনেট ব্যবহারকারীদেরই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
বিশেষত, “গুগল ক্রোম এক্সটেনশন” ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা মেনে চলতে বলেছে কেন্দ্র।
ভারতের সাইবার নিরাপত্তা সংস্থার, “CERT”-এর মতে গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করার ফলে নিমেষে হ্যাক হতে পারে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট।
আপনার ব্যাংকের সমস্ত ডেটা, এমনকি আপনার ব্যাক্তিগত সকল তথ্য ফাঁস হতে পারে চোখের নিমেষে আপনার অজান্তে।
তাই সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা পালন করতে বলেছে কেন্দ্র সরকার।
ইতিমধ্যে ভারতে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পরে চুড়ান্ত ক্ষতির সম্মুখীন হয়েছে চীন।
একথা জানিয়েছে চিনা কোম্পানী বাইটড্যান্স। তারা নূন্যতম ৬ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে তারা।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023