বেঙ্গালুরু: এবার করোনা যোদ্ধারই মৃ’ত্যু হলো বিনা চিকিৎসায়।
এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। নিজে চিকিৎসক হলেও তিনি বঞ্চিত হলেন চিকিৎসা থেকে।
কোভিডের উপসর্গ নিয়ে বেঙ্গালুরু শহরের তিনটি বেসরকারি হাসপাতালে ঘুরে বেড়াতে হল ড: মঞ্জুনাথকে।
জে পি নগরের রাজশেখর হাসপাতাল, বি জি এস গ্লোবাল হাসপাতাল, এবং সাগর হাসপাতাল – এই তিনটির একটিতেও ভর্তি নেওয়া হয়নি তাঁকে।
অবশেষে, নিরুপায় হয়েই বিক্ষোভ দেখিয়ে জোর করে তাকে ভর্তি করা হয় চতুর্থ হাসপাতালে। বৃহস্পতিবার মৃ’ত্যু হয় ওই চিকিৎসকের।
কেন ওই তিনটি হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করলো ওই চিকিৎসককে? সূত্রের খবর, প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে গেছিলেন ওই চিকিৎসক।
কিন্তু, তার পরিবার জানায়, করোনা পজিটিভ রিপোর্ট না থাকার জন্য, পরপর তিনটি বেসরকারি হাসপাতালই প্রত্যাখ্যান করে তাকে।
এরপর, তার পরিবার বিক্ষোভ দেখানোয় তাকে ভর্তি করা হয় সাগর হাসপাতালে।
এরপর, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোর মেডিক্যাল কলেজ এন্ড রিসার্চ ইনস্টিটিউটে। সেখানেই গতকাল মৃ’ত্যু হয় তার।
ড: মঞ্জুনাথ চিক্কামুদাভাদির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, ওই স্বাস্থ্যকেন্দ্রে থেকেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এখনও পর্যন্ত, তার মৃত্যুর পরেও টেস্ট রিপোর্ট হাতে পাওয়া যায়নি বলে জানিয়েছেন, মৃতের পরিবার।
রিপোর্ট হাতে পেলে তবেই নিশ্চিতভাবে বলা যাবে, ওই চিকিৎসক করোনা সংক্রমণেই মারা গেছেন কিনা।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন