জম্বু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড, ক্লাস IV এবং একাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
কর্মখালি:- মোট ১০৪৬৪
কর্মস্থান:– জম্মু-কাশ্মীর।
আবেদন পদ্ধতি:- অনলাইন
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের উপর চোখ রাখুন।
যে পদে নিয়োগ:-
ক্লাস IV কর্মচারী:-
কর্মখালি:– ৮৫৭৫
নূন্যতম যোগ্যতা:- আবেদনকারীকে নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ অথবা সর্বোচ্চ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
সর্বোচ্চ বয়সসীমা:- ৪০ ( ১ জনুয়ারি, ২০২০ অনুসারে)
মাসিক বেতন:– ১৪,৮০০-৪৭,১০০/-
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (পঞ্চায়েত):-
কর্মখালি:- ১৮৮৯
নূন্যতম যোগ্যতা:- কোন কলেজ বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% মার্কস এর সঙ্গে গ্রাজুয়েশন। অথবা পিএইচডি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী (ন্যূনতম ৫০% মার্কস বাঞ্ছনীয়)।
সর্বোচ্চ বয়সসীমা:- ৪০ ( ১ জনুয়ারি, ২০২০ অনুসারে)
মাসিক বেতন:- ১৪,৮০০-৪৭,১০০/-
নির্বাচন পদ্ধতি:-
আবেদনকারীদের নির্বাচন হবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ এবং স্থান জম্বু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
ওয়েবসাইট:- www.ssbjk.org
আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ৩৫০ টাকা দিতে হবে। এই টাকা তারা দিতে পারবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে।
উল্লেখযোগ্য তারিখ:-
অনলাইন অ্যাপ্লিকেশন এর সূচনা:-
• ১০/০৭/২০২০ (ক্লাস IV কর্মচারী)
• ২০/০৭/২০২০ (একাউন্ট অ্যাসিস্ট্যান্ট)
অনলাইন অ্যাপ্লিকেশন এর সমাপ্তি:-
• ২৫/০৮/২০২০ (ক্লাস IV কর্মচারী)
• ৩১/০৮/২০২০ (একাউন্ট অ্যাসিস্ট্যান্ট)
এই চক্রের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি (অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট)
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন